Sunday, November 9, 2025

কী পরিস্থিতি কলকাতার সরকারি হাসপাতালগুলির? জানতে সারপ্রাইজ ভিজিটে খোদ মুখ্যমন্ত্রী

Date:

রাজ্যের করোনা মোকাবিলায় কতটা তৈরি কলকাতার সরকারি হাসপাতালগুলি? সেটা দেখতে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সারপ্রাইজ ভিজিটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এসেএসকেএম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যান রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি।

আরজিকর মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের পরে এনআরএস হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। মাস্ক, স্যানিটাইজার হাসপাতালগুলিকে দেন তিনি। তবে এগুলি সরকারের পক্ষ থেকে নয়, কলকাতা পুলিশের তরফ থেকে অতিরিক্ত হিসেবে চারটি সরকারি হাসপাতালকে দেওয়া হয়। হাসপাতালের সুপার সহ চিকিৎসক এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে করোনা মোকাবিলার সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরএস হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী যান এসএসকেএম-এ। সেখানেও পরিকাঠামো এবং চিকিৎসার কী পরিস্থিতি রয়েছে, সেই বিষয়ে আলোচনা করেন হাসপাতালে সুপার চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে। প্রত্যেকটি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার, দুপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যে লকডাউন ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি জানান, সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো খতিয়ে দেখতে তিনি সারপ্রাইজ ভিজিটে করবেন। সেইমতো কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে নবান্ন থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, লকডাউনে পরিস্থিতি কী রয়েছে? তা দেখার জন্য মাঝেমধ্যেই সারপ্রাইজ ভিজিটে বেরবেন তিনি। সঙ্গে থাকবেন অনুজ শর্মা। লকডাউন পরিস্থিতির উপর নজর রাখবেন মুখ্যসচিব রাজীব সিনহা।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version