বিনামূল্যে গরিব মানুষকে রেশন সরবরাহ করার সরকারি ঘোষণাকে স্বাগত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

পাশাপাশি তিনি বলেছেন, করোনা-মোকাবিলায় সরকারের লকডাউনের সিদ্ধান্তও অভিনন্দনযোগ্য৷ কিন্তু লকডাউনের বিধি লঙ্ঘন করে কিছু মানুষ রাস্তাঘাটে বেরিয়ে পড়ছে৷ এটা শঙ্কার বিষয়। মানুষ যদি এই মহামারির প্রকোপ এখনও বুঝতে না পারে তবে পাঞ্জাবের মত এখানেও কারফিউ ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সংগ্রহের জন্য পাঞ্জাবের মত দিনের কোনও একটি সময় মানুষকে বাইরে যাওয়ার অনুমতি দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে রাজ্য সরকারের কাছে তিনি অনুরোধ করেছেন।
