Saturday, August 23, 2025

১. ২০১৮-১৯ আয়কর রিটার্নের দিন বেড়ে হলো ৩০জুন, ২০২০।

২. দেরিতে কর দেওয়ার ক্ষেত্রে সুদের হার ১২% থেকে ৯% হচ্ছে।
৩. টিডিএস এর সুদ ১৮% পরিবর্তে ৯% হচ্ছে। দেওয়া যাবে ৩০জুন পর্যন্ত।
৪. আধার-প্যান লিঙ্ক এর সময়সীমা বেড়ে ৩০জুন হচ্ছে।

৫. বিবাদ সে বিশ্বাস স্কিম ৩০জুন পর্যন্ত আবেদন করা যাবে। অতিরিক্ত ১০% দিতে হবে না।

৬. আয়কর সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের ২০মার্চ সময়সীমা ছিল। বেড়ে সব কর্মকাণ্ডের দিন নির্দিষ্ট হচ্ছে ৩০জুন।

৭. ২০২০-র মার্চ, এপ্রিল, মে’র জিএসটি রিটার্ন এর দিন বেড়ে হচ্ছে ৩০জুন।
৮. যে সমস্ত সংস্থার টার্ন ওভার ৫কোটির নিচে তাদের কোনও লেট ফি, পেনাল্টি বা সুদ দিতে হবে না।

৯.যে সমস্ত সংস্থার রিটার্ন ৫ কোটির বেশি, সেই সংস্থাগুলিকে লেট ফি বাবদ সুদ মাত্র ৯% দিতে হবে।

১০. ‘সব কা বিশ্বাস স্কিম’, ইনডায়রেক্ট ট্যাক্স এর দিনও বেড়ে হচ্ছে ৩০জুন। এর মধ্যে ট্যাক্স দিলে কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না।

১১. লক ডাউন সময়ের কারণে কাস্টমস ক্লিয়ারেন্স এই সময়ে ২৪ ঘন্টা কাজ করবে।

১২. এমসিএ অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ২০২১ রেজিস্ট্রিতে বোর্ড মিটিংয়ের দিন ৬০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হলো। আগামী দুটি কোয়ার্টার এই নিয়ম চলবে। লেট ফাইনেও ছাড় দেওয়া হলো।

১৩. অডিটার্স রিপোর্ট ২০১৯-২০২০ এর জায়গায় ২০২০-২১ করা হলো। যে সংস্থা ২০২০ তে কোনও বোর্ড মিটিং করতে পারেনি, তাদের কোনও পেনাল্টি লাগবে না।

১৪. কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যে ডায়রেক্টররা ১৮২ দিনের কম ভারতে থেকেছেন, তাঁদের আইন লঙ্ঘনকারী হিসাবে ধরা হবে না।

১৫. ডিপোজিট রিজার্ভ ২০% রাখার নিয়ম। এর সময় ছিল ৩০ এপ্রিল। সেই সময় বাড়িয়ে করা হলো ৩০জুন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version