করোনা ভাইরাস যে অর্থনীতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে তা মেনে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা সত্ত্বেও এই সংকট মোকাবিলায় দরিদ্র মানুষদের জন্য কোন আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করল না কেন্দ্রীয় সরকার। অথচ প্রত্যাশা তৈরি হয়েছিল। মঙ্গলবার সংসদে অর্থবিল পাস এর সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গরিব মানুষের হাতে নগদ জোগানের ঘোষণা করতে পারেন। কিন্তু প্রত্যাশা তুঙ্গে উঠলেও তা পূরণ হল না।আজ সংসদের বাজেট অধিবেশ মুলতুবি হয়ে যাওয়ার আগে আলোচনা ছাড়াই অর্থ বিল পাশ করিয়ে নেয় মোদি সরকার।
