Tuesday, November 11, 2025

শিলিগুড়িতে জরুরি অবস্থা সামাল দিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

Date:

মারণ ভাইরাস করোনা মোকাবিলার জেরে, শিলিগুড়ির হাসপাতালগুলোর উপর চাপ কমাতে আরবান প্রাইমারি হেলথ সেন্টার গুলোতে বহির্বিভাগ চালু করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। এই জরুরি পরিষেবায় সাহায্য করতে চলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা। এই জরুরি অবস্থা মোকাবিলায় মঙ্গলবারের বৈঠকে বসেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবং রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাছাড়া আরও কিছু বিশিষ্ট জন এই বৈঠকে যোগ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মেয়র ও পর্যটন মন্ত্রীর বৈঠক। রাজ্য সরকারের মেয়র অশোক ভট্টাচার্যের তরফ থেকেও সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে আশ্বস্ত করেন।

পর্যটন মন্ত্রী গৌতম দেব বৈঠকের পরে বলেন- মেয়র কিছু প্রস্তাব দিয়েছেন সেগুলো নিয়ে স্বাস্থ্য দফতরের সাথে আলোচনা করা হবে। এলাকার হেল্প সেন্টার গুলিতে চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু হবে। সে ক্ষেত্রে জরুরি পরিশেবা দিতে সাহায্য করবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। মেয়র অশোক ভট্টাচার্য জানান, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে কী করে এই মারন ভাইরাসের হাত থেকে বাঁচানো যাবে সাধারণ মানুষকে সেটাই আসল উদ্দেশ্য।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ২০জন ডাক্তার পালা করে বসবেন শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে। এর পাশাপাশি ৫0টি সাবসেন্টারেও কাজ হবে। এছাড়া ২০০জন স্বাস্থ্যকর্মী থাকবেন। ৩০০ জন মহিলা আরোগ্য সংস্থা সহ বিভিন্ন সদস্য থাকবেন এই অবস্থা মোকাবিলা করার জন্য এবং স্বল্প সময়ে প্রশিক্ষণও দেওয়া হবে তাঁদের।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version