ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হলো ভারতে। যার দরুণ দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১। এবার তামিলনাডুতে মৃত্যু হল করোনা আক্রান্তের। ওই ব্যক্তির বয়স ৫৪ বছর বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর টুইট করে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুতে এই প্রথম কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলো।

জানা গিয়েছে, মাদুরাইতে রাজাজি হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে চিকিৎধীন ছিলেন তিনি। আজ, বুধবার ভোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর।

পাশাপাশি তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আরও ৩জন করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। ৬৫ বছরের এক প্রৌঢ় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি। তিনি নিউজিল্যান্ড থেকে ফিরেছেন। ৫৫ বছরের এক বৃদ্ধা, তিনি কিলপুক মেডিক্যাল কলেজে ভর্তি। আর ২৫ বছরের এক যুবক রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি। তিনি সদ্য লন্ডন থেকে ফিরেছেন।
