এবার ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকুন

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলছে ভারত-সহ বিভিন্ন দেশে। এই পরিস্থিতিতে একটা অন্য সমস্যার ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছেন। তার জেরে অতিরিক্ত চাপ পড়ছে ইন্টারনেটের উপর। ইন্টারনেট ক্র্যাশ করে যাওয়ার আশঙ্কা করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। অসমর্থিত সূত্রে খবর, ইউরোপের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা দফায় দফায় বৈঠক করছেন। খবর এসেছে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রকেও। এই লকডাউন পরিস্থিতির মধ্যেই ‘নেটডাউন’-এর কবলে পড়ে যাব না তো?

কীভাবে এই পরিস্থিতি এড়ানো যাবে এক ঝলকে দেখে নিন :

• গুড মর্নিং, গুড ইভনিং ছবি বন্ধ করুন।
• টেক্সট মেসেজ করুন। ছবি জরুরি ছাড়া নয়।
• হোয়াটসঅ্যাপেও ছবি নয়।
• ভিডিও পাঠানো বন্ধ করুন।
• অকারণ গ্রুপ মেসেজ বা রিপিট মেসেজ করবেন না।
• ভারী ফাইল পাঠাবেন না।
• নেট ব্যবহার কমান। নেট ক্র্যাশ করলে আরেক সর্বনাশ।
• ফেস বুক, টুইটারে ছবি পোস্ট কমান।

এই বিষয়গুলি মেনে চললে আশা করা যায় ইন্টারনেট ক্র্যাশ করে যাওয়ার মতো বিপদ এড়ানো যাবে। একই গৃহবন্দি জীবন। তার মধ্যে ইন্টারনেটে যদি প্রয়োজনীয় তথ্য আদান প্রদান না করা যায় তাহলে লকডাউন পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে উঠবে। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের অনেক সংযত থাকতে হবে। যেমন ভাবে বাড়িতে নিজেদের বন্দি করে রাখা হয়েছে, সেই ভাবেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করাই শ্রেয়।

Previous articleসবজি ফেলে লক ডাউনে স্বস্তি দেওয়া যাবে?
Next articleবিধানসভার স্পিকারের আবেদন