Wednesday, August 20, 2025

ভয়াবহ আশঙ্কার কথা শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। তাদের রিপোর্ট বলছে লক ডাউন করে, পারস্পরিক দূরত্ব তৈরির জেরে ভারতে সংক্রমণ প্রায় ৬২% কমানো সম্ভব। কিন্তু এই লক ডাউন তত্ত্ব ততক্ষণই খাটে, যতক্ষণ না গোষ্ঠী সংক্রমণ শুরু হয়। আর আইসিএমআর-এর দাবি, এই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে সমীক্ষা চালায় আইসিএমআর। বিদেশ থেকে আগত বিমান যাত্রীদের থেকে করোনা ছড়ানো নিয়ে সমীক্ষা হয়। আর তাতে দেখা যাচ্ছে এই তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি, তারপর মুম্বই, কলকাতা, বেঙ্গালুর, চেন্নাই হায়দরাবাদ। তবে দিল্লির চাইতে মুম্বই এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছে। গৃহবন্দি থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৬২ শতাংশ কমে যায় কিন্তু গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেলে ভারতে মৃত্যু মিছিল শুরু হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশেষজ্ঞদের মতে ৮০% ব্যক্তির শরীরে কোনও উপসর্গ দেখা যায় না। আর সেই কারণেই একজনের থেকে অন্যদের সংক্রামিত হতে থাকে দ্রুত। তাই এই ভাইরাস রক্ষার একমাত্র রাস্তা হল ঘরে থাকা। আমেরিকার হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন ভারতের স্বাস্থ্য কাঠামো অনুযায়ী মে মাসের মধ্যে ভারতে ১০থেকে ১৩ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। যদিও তাদের বক্তব্য এই মুহূর্তে আমেরিকা বা ইতালির চাইতে ভারত ভালোভাবেই করোনার মোকাবিলা করছে। কিন্তু কতজন রোগীকে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা নির্ভুল হচ্ছে কি না, ঘনঘন পরীক্ষা হচ্ছে কি না, মহামারী রোখার সাফল্য তার উপরই নির্ভর করে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version