Sunday, November 9, 2025

করোনা-সংক্রমণ রুখতে জারি করা লকডাউনকে গুরুত্ব দিয়ে দেখছেন না বহু মানুষ। প্রয়োজন ছাড়াও এক শ্রেণির মানুষ পথে নেমেছেন৷ এ বিষয়ে যথেষ্টই অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এর পর কার্যত বাধ্য হয়েই কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হলো, লকডাউন কার্যকর করতে প্রয়োজনে কড়া পদক্ষেপ করতে হবে। যে বা যাঁরা সরকারি নির্দেশিকা লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পরামর্শও দেওয়া হয়েছে।

রাজ্যগুলির কাছে নোটিস জারি করে কেন্দ্র বলেছে, এ বিষয়ে সরকারি নির্দেশ লঙ্ঘিত হচ্ছে, এমন দৃশ্য চোখে পড়লে এ বার থেকে ১৮৮ ধারায় পদক্ষেপ করতে হবে।নাগরিক নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই একাধিক রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৪ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে সেই সব রাজ্যে। আরও একবার
গোটা দেশেই জানানো হয়েছে,
◾লকডাউন সংক্রান্ত সরকারি নির্দেশ কেউ লঙ্ঘন করে বিনা প্রয়োজনে বাইরে এলে, সংশ্লিষ্ট আইনের ১৮৮ ধারা অনুযায়ী নিয়ম লঙ্ঘনকারীর ২০০ টাকার জরিমানা-সহ ১ মাসের জেল হতে পারে ।

◾কোনও নিয়মলঙ্ঘনকারীর জন্য অন্য কারও জীবন ও নিরাপত্তা বিঘ্নিত হলে, সে ক্ষেত্রে জেল হতে পারে ৬ মাস পর্যন্ত। দিতে হবে ১০০০ টাকা জরিমানাও।

জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাড়ির বাইরে পা রাখলে এই বিধি দ্রুততার সঙ্গে প্রয়োগ করতেও বলা হয়েছে৷

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version