Wednesday, November 5, 2025

৬দিন বন্ধ, খবরের কাগজ বাড়ি বাড়ি যাবে কি না কাল সিদ্ধান্ত

Date:

ডিজিটাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া মানুষের হাতে-হাতে ও ঘরে-ঘরে পৌঁছে গেলেও এই প্রথম প্রিন্ট মিডিয়া স্তব্ধ। যাই ঘটে যাক না কেন, বছরের পাঁচ দিন বাদ দিলে (ছুটি) সংবাদপত্র বাড়িতে পৌঁছে যেত বছরে ৩৬০ দিন। কিন্তু করোনা হামলার জেরে সংবাদপত্র প্রেসে ছাপা হওয়ার পরেও তা পাঠকের হাতে পৌঁছায়নি, কারণ, হকাররা তা তুলতে অস্বীকার করেন। প্রাথমিকভাবে বলা হয়েছিল নিউজপ্রিন্টও ভাইরাস বহন করছে। সেই কারণে হকাররা কাগজ হাতে নিচ্ছেন না। ফলে গত ২৩ মার্চ থেকে বাংলা সংবাদপত্রশূন্য। যদিও সংবাদপত্র বিক্রেতা সমিতির বক্তব্য, আমরা মোটেই বলিনি সংবাদপত্র থেকে ভাইরাস ছড়াচ্ছে। আমাদের বক্তব্য ছিল, হকাররা বিভিন্ন জায়গা থেকে আসছেন। বিভিন্ন লোকের সংস্পর্শে আসছেন ও বিভিন্ন বাড়িতে যাচ্ছেন। যদি কেউ (হকার বা ক্রেতা) এভাবে করোনায় আক্রান্ত হন তাহলে প্রতিকারের উপায় কী? সেই কারণে সংবাদপত্র বিক্রেতা সমিতি সিদ্ধান্ত নেয়, ২৩-২৮ মার্চ অবধি কোনও সংবাদপত্র তুলবে না। ফলে বাড়ি বাড়ি পৌঁছানোর সুযোগ ছিল না। মানুষের কাছে খবরের কাগজ যায়নি। এ নিয়ে কিছু সংবাদপত্র নিজস্ব চ্যানেলে বিজ্ঞাপনও করে। কিন্তু তাতেও কোনও ফল হয়নি।

আগামিকাল, শনিবার, যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ডে সকাল আটটায় মিলিত হবেন সংবাদপত্র বিক্রেতা সমিতি ও সমস্ত ভেন্ডাররা। সেখানেই সিদ্ধান্ত হবে ফের তাঁরা সংবাদপত্র তুলে বাড়ি বাড়ি পৌঁছাবেন কিনা। পৃথিবী জুড়ে করোনা সঙ্কটে প্রিন্ট মিডিয়া নতুন সঙ্কটে। আর এই সঙ্কটে বারবার প্রমাণিত হচ্ছে একমাত্র ডিজিটাল মিডিয়ারই কোনও বিকল্প নেই। কিছু সমাজতাত্ত্বিক আর এক কদম এগিয়ে বলেছেন, ডিজিটাল মিডিয়াই ভবিষ্যৎ। অবশ্য এ নিয়ে বিতর্কের এটি সময় নয়।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version