লকডাউনে ক্ষুধার্থ পথশিশুদের মুখে খাবার তুলে দিচ্ছে ভ্রাম্যমান গাড়ি

করোনা আপডেট :২৮ মার্চ, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১

উত্তর কলকাতার বরানগরেরএকটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনা পয়সায় খাবার লেখা গাড়ি নিয়ে উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে পথশিশু এবং গরিব মানুষদের খাবার বিলি করা হলো। আজ, শনিবার বিকেল থেকে এমনই এক চিত্র দেখা গেল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে।