Wednesday, May 14, 2025

জেলাওয়াড়ি বৈঠকে কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

1) স্বাস্থ্যকর্মী, পুলিশের বীমা বেড়ে 5 থেকে 10 লক্ষ টাকা। বেসরকারি জায়গা নিলে তাদের কর্মীরাও এর আওতায়।

2) জেলাস্তরে করোনা পরীক্ষার কেন্দ্র বাড়ছে।

3) জেলাভিত্তিক আইসোলেশন বেড বাড়ানো হচ্ছে। প্রাইভেট হাসপাতাল নেওয়া হচ্ছে।

4) ওষুধের গাড়িকে পুলিশ আটকাবে না। ড্রাগস ও কেমিস্ট সংক্রান্ত পরিবহন চলবে।

5) উত্তরবঙ্গেও সমান গুরুত্ব।

6) ঝাড়গ্রামসহ যেখানে আলাদা এলাকায় হাসপাতাল নেই, বেডের জন্য টুরিস্ট সেন্টার বা ফরেস্ট ভবনে আইসোলেশন বেড করতে হবে।

7) যাদের রেশন কার্ড নেই বা ভিনরাজ্যের শ্রমিক, তাদের খেতে দিতে হবে।

8) সব এলাকায় সচেতনতা প্রচার চাই। স্থানীয় ভাষাতেও করতে হবে।

9) ভেন্টিলেটর বাড়ানো হচ্ছে।

10) নতুন জায়গাগুলিতে যুদ্ধকালীন প্রস্তুতিতে হাসপাতাল কাঠামো করতে হবে।

11) ঝাড়খন্ডসহ সব সীমান্ত সিল। জরুরি পরিষেবা ছাড়া। চেকিং চলছে।

12) মুখ্যসচিবকে না জানিয়ে হু বা অন্য সংস্থার সার্কুলার যাবে না।

13) ডাক্তার, সিস্টারদের যাতায়াতে, থাকাখাওয়ায় যেন কোনো সমস্যা না হয়।

14) বন্ধ কারখানার শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন। কোনো কার্পন্য নয়।

15) সব জেলায় জনবসতি এলাকার বাইরের হাসপাতাল, হোটেল নিয়ে বেড তৈরি হচ্ছে।

16) না খেয়ে যেন কেউ মারা না যায়, দেখবেন জেলাশাসকরা।

17) ইসলামপুরে 200 লোক ঢুকেছিল। সব আইসোলেশনে।

18) কোনো বিধায়ক, সাংসদের চিঠিতে কাজ হবে না। বাড়াবাড়ি করলে ব্যবস্থা।

19) জেলা বা সাবডিভিশনাল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড হবে না। ছড়াবে। দূরে আলাদা জায়গায় করতে হবে।

20) রাজ্যের সীমান্ত, বাংলাদেশ সীমান্ত দিয়ে কেউ ঢুকবে না। হিলি বন্ধ।

21) পুলিশ দরকারে অসহায় পরিবারকে ওষুধ কিনে এনে দেবে।

22) দুএকজন পুলিশ বাড়াবাড়ি করছে। বাকিরা ভালো কাজ করছে।

23) চাবাগান মালিকদের ডেকে বৈঠক করবে প্রশাসন। যাতে সঙ্কট না হয়।

24) আসাম সীমান্ত সিল।

25) ভার্মা নামে এক অফিসার বাড়াবাড়ি করছে। বাজে ব্যবহার করছে। আলিপুরদুয়ার জেলায়। তাকে সতর্ক করো। কড়াকড়ি হোক। বাড়াবাড়ি না।

26) দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি গুরুত্বপূর্ণ। অজয়কুমার শিলিগুড়ি দেখবে।

Related articles

সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ সম্বোধন, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

বিজেপির(BJP) মেকি দেশভক্তির মুখোশ খসে পড়ল ফের একবার। গোটা দেশ যখন কর্নেল সোফিয়া কুরেশির(Sophia Qureshi) বীরত্বে গর্বিত, তখন...

বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেম বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)। তাদের সিদ্ধান্ত নিয়ে...

হরিয়ানায় বসেই সেনার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার যুবক

দেশের সবথেকে পুরোনো এয়ারফোর্স স্টেশন হরিয়ানার আম্বালায় (Ambala)। পাকিস্তান সীমানা থেকে ২২০ কিমি দূরে হওয়ায় সরাসরি এই স্টেশনের...

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া...
Exit mobile version