Monday, November 3, 2025

বিধি ভাঙ্গলে গ্রেফতার , সব্যসাচীকে বলেছে পুলিশ, ত্রাণ বিলি হবেই, জানালেন বিধায়ক

Date:

লকডাউনের বিধি ভেঙে রাস্তায় ঘুরলে গ্রেফতার হতে পারেন বিজেপি নেতা তথা রাজারহাট- নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত৷ বিধায়কের বাড়ি গিয়ে একথা জানিয়ে এলো বিধাননগর কমিশনারেট।

পুলিশের বক্তব্য, লকডাউনের মাঝে রাস্তায় বেরিয়ে তিনি আইন ভাঙছেন এবং আজ, মঙ্গলবার এর পুনরাবৃত্তি হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবেই, প্রয়োজন হলে গ্রেফতারও করা হতে পারে৷ সব্যসাচী দত্তকে এমনই হুঁশিয়ারি দিল বিধাননগরের পুলিশ৷

ওদিকে, পুলিশের এই হুঁশিয়ারি সত্ত্বেও ত্রাণ বিলির কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিধায়ক সব্যসাচী। মঙ্গলবার তিনি বলেছেন, “আমি তৈরি হচ্ছি বেরনোর জন্য। আজও আমি ত্রাণসামগ্রী বিলি করতে যাব। সকালে পুলিশ এসেছিল। আমার বাড়িতে বেশ কিছু ক্ষণ ছিল। এখনও হয়তো বাইরে আছে, জানি না। পুলিশ যা করার করুক। আমি ত্রাণ বিলি করতে যাব।’’ বিধায়ক বলেছেন, “পুলিশ গতকাল, সোমবার থেকে এই কাজ শুরু করেছে। কালকেও এসে আমাকে ত্রাণ বিলি করতে বারণ করে গিয়েছিল”। সব্যসাচীর প্রশ্ন, “শাসক দলের বিধায়কেরা যদি ত্রাণ বিলি করতে পারেন, আমি কেন পারব না?’’

পুলিশসূত্রে খবর, সব্যসাচীকে সতর্ক করা হয়েছে৷ রাস্তায় বেরিয়ে ত্রাণ বিলি করতে পারবেন না তিনি। লকডাউনের সময় রাস্তায় বার হলে তাঁর বিরুদ্ধে FIR করা হবে। পুলিশি নির্দেশ না মানলে গ্রেফতারও হতে পারেন সব্যসাচীবাবু।
গত কয়েক দিন ধরেই রাস্তায় বেরিয়ে আর্থিক ভাবে দুর্বল কিছু লোকজনের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিলি করছিলেন সব্যসাচী। আজ মঙ্গলবারও তাঁর সেই কর্মসূচি রয়েছে।

Related articles

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...
Exit mobile version