রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়ে দেওয়ার পাশাপাশি লক ডাউনের কারণে ব্যাঙ্কগুলিকে ইএমআই কয়েক মাস না নেওয়ার অনুরোধ করেছিল। রিজার্ভ ব্যাঙ্কের সেই ডাকে প্রথম সাড় দিয়েছিল এসবিআই। মঙ্গলবার আরও কয়েকটি ব্যাঙ্ক তিন মাস ইএমআই স্থগিত রাখার কথা জানল। এই ব্যাঙ্কগুলি হলো,
পিএনবি, কানাড়া, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই ব্যাঙ্ক, এলাহাবাদ, ওরিয়েন্টাল ব্যাঙ্ক।
