Sunday, November 9, 2025

করোনা সন্দেহভাজন মহিলার মৃত্যু, হাওড়ার হাসপাতালে সুপারের ঘরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

Date:

সকালেই হাওড়া জেলা হাসপাতালে সালকিয়ার এক মাঝ বয়সী মহিলার মৃত্যু হয়েছে। জ্বর-সর্দি-কাশি নিয়ে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ টেস্টের জন্য তাঁর রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়। এর পরই ওই হাসপাতালের স্টাফদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়।

তাই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (PPE)-এর দাবিতে হাসপাতাল ঘেরাও করলেন নার্সরা। মঙ্গলবার প্রায় ৭৫ জন নার্স এবং স্বাস্থ্যকর্মী হাসপাতাল সুপার নারায়ন চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেশকিছু রোগী হাওড়া হাসপাতালে ভর্তি হলেও তাঁদের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৩০ টি বেড থাকা সত্ত্বেও সেখানে তাদের স্থানান্তরিত করা হচ্ছে না। এতে তাঁরা যথেষ্ট আতঙ্কিত।

তাঁদের আরও অভিযোগ, বাইরের রাজ্য থেকে এখানে রোগীকে সরাসরি ভর্তি করা হচ্ছে জেনারেল ওয়ার্ডে। কিন্তু গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার তাঁদেরকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হচ্ছে না। ফলে যে কোনও মুহূর্তে তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ নিয়ে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানান।

এর পাশাপাশি তাঁর জানিয়েছেন, অবিলম্বে হাসপাতাল সুপার যদি এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরা কাজ বন্ধের পথেই হাঁটবেন। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version