Thursday, November 13, 2025

চিন-আমেরিকার তু তু ম্যায় ম্যায়, শিকে ছিঁড়তে পারে ভারতের

Date:

এমনিতেই সখ্যে টান পড়েছিল।চড়া শুল্ক নিয়ে দু’দেশের মধ্যে তু তু ম্যায় ম্যায় চলছিল বেশ কিছুদিন ধরেই। একে হনুমানে রক্ষে নেই সুগ্রীব দোসর। সেই টানাপোড়েনের মধ্যেই সম্পর্কের নতুন কাঁটা করোনাভাইরাস।বিশ্বজুড়ে এই অতিমারির জন্য মার্কিন সরকার দায়ী করেছে চিনকেই। তাই এবারের চিন থেকে ব্যবসাপাতি গোটানোর সিদ্ধান্ত নিয়েছে বেশকিছু মার্কিন সংস্থা। আর বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির লড়াইয়ে আখেরে লাভ হতে চলেছে ভারতের। কারণ চিন থেকে ব্যবসা গুটিয়ে ভারতকেই উৎপাদন ক্ষেত্র বানাতে চাইছে মার্কিন সংস্থা গুলি।কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের একটি যৌথ রিপোর্ট থেকে এমনটাই জানা গেছে। তবে এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ও আছে। এতদিন মার্কিন বাজারে বেশ কিছু পণ্য ভারত বিনাশুল্কে রফতানি করতে পারতো। তার ওপর নিষেধাজ্ঞা আনে ট্রাম্প সরকার। ভারতের দাবি পরিস্থিতি আগে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সিআইআই এবং ইউএসআইবিসি রিপোর্টেও বলা হয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যা মিটিয়ে ফেলতে পারলে আখেরে লাভ দুই দেশেরই।তার জন্য মঙ্গলবার ৫০ হাজার কোটি ডলারের একটি রূপরেখাও প্রকাশ করেছে সিআইআই এবং ইউএসআইবিসি।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসলে দু’দেশের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত যা হয়ে ওঠেনি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে চিন থেকে ২০০ টি মার্কিন কোম্পানি ব্যবসা গোটাতে চাইলে, ভারতের সঙ্গে ব্যবসার সম্ভাবনা প্রশস্ত হয়।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version