Thursday, November 13, 2025

প্রধানমন্ত্রীর ভিডিও বৈঠকের পর লকডাউন নিয়ে টুইট করেও মুছলেন পেমা খাণ্ডু

Date:

সম্ভবত লকডাউনের সময়সীমা ১৪ এপ্রিলের পর আর বাড়ছে না৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা-বৈঠকে তেমনই নাকি ইঙ্গিতই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতের বিষয়টি সামনে আনেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু৷ ভিডিও কনফারেন্স শেষে ঠিক এই টুইট-বার্তাই করেন বৈঠকে উপস্থিত অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু৷ ওই টুইটে তিনি লেখেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ১৫ এপ্রিল লকডাউন উঠে যাবে। কিন্তু তার মানে এই নয় যে রাস্তায় ইচ্ছামতো ঘুরে বেড়ানো যাবে। আমাদের সবাইকে দায়িত্বশীল ভাবে ধীরে চলতে হবে৷ কারণ, করোনার বিরুদ্ধে লকডাউন এবং স্লোডাউনই একমাত্র পথ।”

এর পরই নাটক৷ টুইট করার আধঘন্টার মধ্যেই পেমা খাণ্ডু এই টুইট মুছে দিয়ে ফের একটি সাফাই-টুইট করেন৷ তাতে তিনি লেখেন, ” আমার যে অফিসার টুইটটি লিখেছেন, তিনি হিন্দি কম বোঝোন৷ তাই ওই টুইট মুছে ফেললাম৷”

ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু এখনও সরকারিভাবে জানানো হয়নি৷ তবে লকডাউন না থাকলেও পরবর্তী পরিস্থিতির মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্যকে একমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে৷ এমন কথাও নাকি বলেছেন প্রধানমন্ত্রী। করোনা- সংক্রমণ ফের যাতে না ছড়ায় সে জন্য ‘ফৌজি তৎপরতা’য় কাজ করার কথাও মুখ্যমন্ত্রীদের বলেছেন মোদি, প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনই খবর।
এদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন ৯ জন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকগুলির শীর্ষ আমলারা। তবে সেখানেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই হয়েছে বৈঠক। এদিনের বৈঠকে নিজামউদ্দিন মসজিদের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে৷
তবে কয়েক জন মুখ্যমন্ত্রীর অভিযোগ,
কেন্দ্রীয় অনুদান বৃদ্ধির অনুরোধ জানালেও তা শোনা হয়নি৷

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version