Friday, August 22, 2025

১. সকলকে ধন্যবাদ। বাড়িতে থেকে ধর্মীয় উৎসব পালন করায় ধন্যবাদ।

২. করোনা ভাল হয়ে যাচ্ছে এটা ভাল খবর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

৩. আক্রন্ত ৩৪ থেকে ৩৮ হয়েছে।

৪. সুস্থ হয়ে ৪ জন বেরিয়েছেন। আজ বেরোবেন আরও ৯জন। মোট ১৩জন।

৫. ৫২হাজার ২৯ জন হোম কোয়ারান্টাইনে আছে। কমেছে।

৬. থার্মাল  গান ২০হাজার অর্ডার দিয়েছি।

৭. কোয়ারান্টাইনে ১৫২৯।

৮. ৫৯টি কোভিড-১৯ হাসপাতাল হয়েছে।

৯. মারা গেলে দাহ করার বাধা ঠিক নয়। মানবিক হতে হবে।

১০. বাঙুর হাসপাতাল থেকে করোনা রোগীদের পিজি ও শম্ভুনাথে আনা হচ্ছে।

১১. হাসপাতালে করোনা চিকিৎসা করা যাবে না, এই মনোভাব ঠিক নয়।

১২. কেউ কেউ বলছেন, এই হাসপাতালে চিকিৎসা করা যাবে না। মনে রাখবেন, এই মহামারি আইনে সরকার যেখানে চাইবে হাসপাতাল ব্যবহার করতে পারবে।

১৩. বাজারে সব পাওয়া যাচ্ছে। ওষুধ পাওয়া যাচ্ছে। দাম হয়তো একটু বেশি। কারণ, রাজ্য সীমান্ত বন্ধ।

১৪. পুলিশ রক্ত দিচ্ছে। আবার প্রশাসন সামলাচ্ছে। বাজারে সব পাওয়া যাচ্ছে। এটা একমাত্র বাংলাতেই সম্ভব।

১৫. রেশন দোকানে চাল-ডাল-গম পাচ্ছে। কেউ কেউ তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে বলে বদনাম করছে। ঠিক নয়। আর রেশন দোকানে ভিড় করবেন না। দূরে দাঁড়ান।

১৬. খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা দফতর কাজ করে চলেছে।

১৭. দুর্যোগ এলে তা জয় করতে হবে।

১৮. মাস্ক ১১ লক্ষ অর্ডার দিয়ে ১লক্ষ ৬৭ হাজার দিয়েছি।

১৯. এন-৯৫ মাস্ক প্রায় ৬৬ হাজার পেয়েছি। আরও আসবে।

২০. থ্রি লেয়ার মাস্ক ৩লাখ মতো, আসবে আরও ৫লাখ।

২১. হ্যান্ড স্যানিটাইজার ২৯ হাজার অর্ডার লিটার দিয়েছি, পেয়েছি ২৫ হাজার লিটার

২২.স্যাভলন, ডেটল প্রত্যেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

২৩. রাইস মিলকে মাস্ক দিয়েছি, পুলিশকেও দিয়েছি।

২৪. আইডি হাসপাতালের পজিটিভ কেস সকলে ভাল আছে।

২৫. ৩৫ লক্ষের বেশি পেনশন দেওয়া হয়ে গিয়েছে আজ, শুক্রবার থেকে।

২৬. এক তারিখে সরকারি কর্মীদের বেতন পৌঁছে দিয়েছি। অনেক অর্ধক, কেউ দেয়নি।

২৭. সাংবাদিকরা মাইক, ফোন স্যানিটাইজ করবেন। বাড়ি গেলে জামা কাপড় ছাড়বেন, ধুয়ে পরিষ্কার হবেন।

২৮.  কালিম্পংয়ে একটা পরিবারের আরও ৭জন আক্রান্ত। আর একটি পরিবারেও তাই। ফলে সংখ্যাটা বলা মুশকিল হচ্ছে।

২৯. অনেকে অন্য রোগে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। নিউমোনিয়া, কিডনি নানা রোগ। মৃত্যুর ক্ষেত্রে এগুলো ভাবতে হবে।

৩০. বাংলায় সবচেয়ে লক ডাউন। কেউ কেউ রাজনীতি করছেন। ভাবা যায়। প্রধানমন্ত্রী কী বলছেন আপনারা ভাবুন। বাংলাকে করোনার যুদ্ধে জিততে হবে।

দেখুন ভিডিও…

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version