Friday, May 16, 2025

করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বের মতো থমকে গেছে দেশ তথা এই রাজ্য। মারণ ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন। আট থেকে আশি, সকলেই আজ দুশ্চিন্তায়। এই অবস্থায় ছোটো ছোটো এবার অনাথ অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

লন্ডন থেকে ফিরে এই মুহূর্তে মিমি সেল্ফ আইসলেশনে। নিজেকে গৃহবন্দি রেখেছেন। কিন্তু তাঁর মন পরে আছে সেই বাইরেই। তাঁর এলাকার অসহায় মানুষ থেকে অবলা দুরবস্থা তিনি মেনে নেবেন না। তাই প্রতিদিনই তাঁদের পাশে দাঁড়াচ্ছেন সাংসদ মিমি। আর এই কাজে তাঁকে যোগ্য সহায়তা করছেন তাঁরই আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্য।

সাংসদ মিমি চক্রবর্তীর নির্দেশ মেনে তাঁর আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্য এবং সাংসদের শুভাকাঙ্ক্ষীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, লকডাউন পর্বে একটি মানুষও যেন উপোস বা অনাহারে না থাকে সেটা সবাইকে দেখতে হবে। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই পালন করছেন মিমি।

তাঁর আপ্ত সহায়কের মাধ্যমে বেশকিছু মানুষ এবার পৌঁছে যায় যাদবপুর লোকসভার অন্তর্গত মাদুরদহের “ইউনিভার্সাল স্মাইল” নামের একটি সংস্থার কাছে। সেখানে তারা সাংসদের পাঠানো ত্রাণ (চাল,ডাল ,আলু , তেল ,সোয়াবিন, চকলেট, বিস্কুট , দুধ ,হরলিকস) ও আরও অন্যান্য সামগ্রিক ৪৫টি অনাথ শিশুর হাতে তুলে দেন। যা ওই শিশুদের à§§à§« দিনের সংস্থান হবে।

শুধু তাই নয়, মিমির আশ্বাস যতদিন ফেস তালাবদ্ধ থাকবে ততদিন সাংসদ মিমি চক্রবর্তী যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই সংস্থাকে।

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...
Exit mobile version