Tuesday, November 18, 2025

করোনা-যুদ্ধে ৭২,৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

করোনা-যুদ্ধ আরও শক্তিশালী করার বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

চিন্তিত বাংলাদেশ। এই ভাইরাসে আপাতত আক্রান্তের সংখ্যা ৭০। লকডাউন চলছে সেখানেও। শেখ হাসিনার দেশ লড়ছে করোনার সঙ্গে৷ রবিবার শেখ হাসিনা ঘোষণা করেছে পাঁচটি প্যাকেজ। মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ৷ সাংবাদিক বৈঠকে এই প্যাকেজ ঘোষণা করে তিনি জানান, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করেছে। অনেকেই সীমান্ত বন্ধ করেছে। বাংলাদেশেও গত ২৬ মার্চ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, শিল্প উৎপাদন, কর্মসংস্থান, ক্ষুদ্র শিল্প এবং পর্যটন শিল্পের মতো ক্ষেত্রগুলিতে প্রভাব পড়েছে এই মারণ ভাইরাসের। কোভিড-১৯ এর কারণে বাংলাদেশের অর্থনীতিতে কী পরিমাণ প্রভাব পড়বে তা এখনই অনুমান করা সম্ভব নয়।’‌

তিনি আরও জানিয়েছেন, এখন জিডিপি’র হার কমে, বাজেটে ঘাটতির পরিমাণ বাড়তে পারে। প্যাকেজগুলির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলির জন্য কার্যকরী মূলধনের সুবিধা দেওয়া হবে। ব্যাঙ্ক ব্যবস্থার মাধ্যমে স্বল্পসুদে কার্যকরী মূলধন দেওয়ার লক্ষ্যে ৩০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা এবং ব্যাঙ্ক–ক্লায়েন্ট সম্পর্কের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সংশ্লিষ্ট শিল্প, ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল থেকে কার্যকরী মূলধন বাবদ ঋণ দেওয়া। এই ঋণের সুদের হার হবে ৯ শতাংশ। ৪.‌৫০ শতাংশ ঋণ গ্রহীতা শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৪.‌৫০ শতাংশ সরকার ভর্তুকি দেবে।
ব্লক টু ব্লক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইডিএফের বর্তমান আকার ৩.‌৫ বিলিয়ন মার্কিন ডলার হতে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। ফলে ১.‌৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ অতিরিক্ত ১২ হাজার ৭৫০ কোটি টাকা ইডিএফ তহবিলে যুক্ত হবে। প্রি–শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম নামে বাংলাদেশ ব্যাঙ্ক ৫ হাজার কোটি টাকার একটি নতুন ঋণ চালু করবে। এই ঋণের সুদের হার হবে ৭ শতাংশ।

spot_img

Related articles

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

১৯১০ সালে ১৮ নভেম্বর বর্ধমানে জন্ম ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্তর। আজ বটুকেশ্বর...

বিচারের নাম প্রহসন, হাসিনার সাজা নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তসলিমা

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে। মুজিব কন্যার হয়ে এবার কলম  ধরলেন...

দিল্লি বিস্ফোরণ কাণ্ড: সাত সকালেই ইডির হানা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অফিসে

দিল্লি বিস্ফোরণের (Delhi car blast case)পর থেকেই তদন্তকারীদের স্ক্যানারে উঠে  এসেছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়(Faridabad’s Al-Falah University)।মঙ্গলবার...

কমল শীতের দাপট, কবে থেকে ফের নামবে তাপমাত্রা? জানুন বঙ্গের আবহাওয়া আপডেট

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা।কিন্ত চলতি সপ্তাহের শুরু থেকেই ফের  তাপমাত্রার পারদ কমার বদলে কিছুটা...