Wednesday, May 14, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমবাতি, টর্চ, প্রদীপ জ্বালিয়ে করোনা-আঁধার কাটানোর দাওয়াই প্রসঙ্গকে রীতিমতো কটাক্ষ করে তার আগেই করোনা-যুদ্ধে জয়লাভ করতে ৯টি প্রশ্ন প্রকাশ্যে আনল তৃণমূল। রবিবার সন্ধ্যায় একটি ভিডিওতেে  ওই ৯টি প্রশ্ন করেছে রাজ্যের শাসক দল। তাতে প্রশ্ন তোলা হয়েছে, করোনাভাইরাসের মোকাবিলায় জিএসটি, পিপিই কিট-সহ ৯টি বিষয়ে নজর দেওয়া যায় কি?
ওই ভিডিওতে আরও বলা হয়েছে, জিএসি-তে ছাড় দেওয়া, পিপিই কিট সহজলভ্য করা, দিনমজুরদের জন্য প্যাকেজ ঘোষণা করা, বিনামূল্যে করোনা-পরীক্ষার মতো একাধিক বিষয়ে নজর দেওয়া হোক । তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন নিজেই ওই ভিডিওটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ‘হটস্পট’ চিহ্নিতকরণের কাজে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই সে কাজ শেষ হয়ে যাবে। এ রাজ্যে গোষ্ঠী সংক্রমণ ঠেকাতেই এমন উদ্যোগ নিয়েছে শাসকদলের বলে জানা গিয়েছে ।
এ প্রসঙ্গে রাজ্যের যুক্তি , আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে ভিন্‌ রাজ্য ফেরত শ্রমিক বা রাজ্যে আসা বিদেশিদের মাধ্যমে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । সেই কারণে বিদেশি, ভিন্‌ রাজ্যের শ্রমিক এবং নিজামুদ্দিনফেরতদের গতিবিধি নিয়ে ‘হটস্পট’ চিহ্নিতকরণের কাজ শুরু করা হয়েছে। কিন্তু ওই কাজে রাজ্যের প্রস্তুতি জোরদার করতে কোভিড হাসপাতাল, মাস্ক, পিপিই, স্যানিটাইজ়ারের জোগান ঠিকঠাক হওয়া প্রয়োজন। ফলে করোনা-যুদ্ধে লড়াইয়ে ওই রসদগুলির জোগানও জরুরি।তাই রাজ্যের শাসক দলের প্রস্তাব, করোনার মোকাবিলায় অবিলম্বে নজর দিক কেন্দ্র । আসুন দেখে নিন ভিডিওতে ৯টি বিষয়ে কী বলা হয়েছে ।

Related articles

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...

সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

সাতদিন ধরে একের পর এক পশুর মৃত্যু উত্তরপ্রদেশের গোরখপুর চিড়িয়াখানায়। সাতদিন পরে প্রথম মৃত্যুতে রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে...
Exit mobile version