Thursday, May 15, 2025

লকডাউনে বিশ্বে বাড়ছে গার্হস্থ্য-হিংসা, উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ প্রধানের ভিডিও বার্তা

Date:

Share post:

করোনাভাইরাস বিশ্বজুড়ে আরও একটি কঠিন সমস্যা তৈরি করে চলেছে৷ এই সমস্যা এতটাই জটিল যে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস উদ্বেগ প্রকাশ করতে পর্যন্ত বাধ্য হয়েছেন৷

গোটা দুনিয়া থরহরি কম্পমান করোনার দাপটে৷ প্রায় সব দেশেই চলছে লকডাউন৷ আর এই লকডাউনের মধ্যেই যেমন বাড়ছে মৃত্যু সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে গার্হস্থ্য- হিংসাও।
বিশ্বের প্রায় সর্বত্র বৃদ্ধি পাচ্ছে ঘরোয়া হিংসা৷ পরিস্থিতি এতটাই জটিল যে এই বিষয়ে এবার সরব হতে বাধ্য হলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস।
সব দেশের রাষ্ট্রনেতাদের কাছে বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানালেন তিনি৷ সোমবার রাষ্ট্রসংঘের মহাসচিব জানিয়েছেন, “এই লকডাউনের বিশ্বে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে গার্হস্থ্য হিংসা। অবিলম্বে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ জানাই সব সরকারকে”।
আন্তোনিও গুতেরাস বলেন, “কোভিড-১৯ ভাইরাস মোকাবিলার পরিকল্পনার পাশাপাশি মহিলাদের উপর নির্যাতন প্রতিরোধের বিষয়টিও পর্যালোচনা করতে আমি সমস্ত সরকারকে আহ্বান জানিয়েছি।”
টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় গুতেরাস বলেছেন, “কোভিড -১৯ দমনের জন্য লকডাউন এবং কোয়ারেন্টাইন অপরিহার্য। কিন্তু এর ফলে মহিলাদের উপর অত্যাচারও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহ থেকে অর্থনৈতিক চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাবে বেড়েছে হিংসার ঘটনা। কিছু দেশে মহিলাদের সুরক্ষার জন্য ফোন কলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।”
আন্তোনিও গুতেরাস বলেছেন, “মহিলা এবং মেয়েদের উপর হুমকি বাড়তে থাকলে নিরাপত্তার জন্য তাদের জন্য বিকল্প ভাবতে হবে৷

মহিলাদের বিরুদ্ধে হিংসা বৃদ্ধির ভয়াবহ চিত্র সামনে এনে তা মোকাবিলার বিভিন্ন পরামর্শও দেন আন্তোনিও গুতেরাস এবং সমস্ত সরকারকে সেই সুপারিশ অনুসরণ করার আহ্বানও জানান।

গোটা বিশ্বের সব রাষ্ট্রপ্রধানের কাছে গুতেরাসের সুপারিশ:

◾অনলাইন পরিষেবা
বাড়াতে হবে ৷

◾সুশীল সমাজকে সক্রিয় হতে হবে৷

◾অপরাধীদের বিচারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে৷

◾অপরাধীদের সতর্ক করার পাশাপাশি মহিলাদের জন্য নিরাপদ উপায়ের পরিকল্পনা নিতে হবে৷

◾ওষুধ এবং মুদি দোকানে জরুরি সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে হবে৷

◾আশ্রয়কেন্দ্রগুলিকে প্রয়োজনীয় পরিষেবা হিসাবে ঘোষণা করতে হবে৷

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...