Saturday, December 6, 2025

বাংলার আটকে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে কেরলের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলীপের

Date:

Share post:

লকডাউনে কেরলে আটকে থাকা এই রাজ্যের বাসিন্দাদের জন্য এবার সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপি সভাপতি চিঠিতে লেখেন, করোনার জন্য এখন গোটা দেশজুড়ে চলছে লকডাউন। সেই কারণে, পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন। তাঁরা কেউ শ্রমিক, কেউ পড়ুয়া, কেউবা অন্য পেশার মানুষ। কেউ আবার চিকিৎসা করতে গিয়ে গোটা পরিবার নিয়ে সেখানে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের অনেকেরই খাদ্য ও বাসস্থানের সমস্যা হচ্ছে। অনেকের হাতে টাকা-পয়সাও নেই।

কেরলের মুখ্যমন্ত্রী পত্র মারফৎ আবেদন করে দিলীপ ঘোষ বলেন, “আমি আপনাকে একটা তালিকা পাঠালাম। যেখানে আপনার রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে থেকে আমাদের সহ-নাগরিকদের নাম, ফোন নম্বর উল্লেখ্য রয়েছে। এই সঙ্কটজনক সময়ে অনুগ্রহ করে তাঁদের জন্য থাকা-খাওয়া, নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করুন। আমাদের রাজ্যের এই অসহায় মানুষদের পাশে আপনার সরকার দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।”

দিলীপ ঘোষ পিনারাই বিজয়নকে আরও লেখেন, “আপনার রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে আটকে থাকা মানুষজনের একটি তালিকা আমাকে মেইল অথবা ফোন করে জানান। যদি তাঁরা কোনও সমস্যায় পড়ে তাহলে আমার অফিসে যোগাযোগ করতে বলুন। আমরা সাহায্যের হাত বাড়িয়ে আছি।”

চিঠির একেবারে শেষে রাজ্যি বিজেপি সভাপতি জানান, “আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে অচিরেই এই রোগের বিরুদ্ধে জয়ী হবোই।”

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...