Sunday, November 9, 2025

রাজ্যে এখনই মদের হোম ডেলিভারি চালু করা হচ্ছে না, জানাল কলকাতা পুলিশ ও নবান্ন

Date:

রাজ্যে এখনই মদের হোম ডেলিভারি দেওয়ার কর্মসূচি চালু করা হচ্ছে না। জানাল কলকাতা পুলিশ এবং নবান্ন। লকডাউনের মধ্যেই কলকাতা-সহ রাজ্যে মদ হোম ডেলিভারি করা হবে। বুধবার বিকেলে এই খবর ছড়ায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পরেই বিভিন্ন থানায় ফোন আসা শুরু হয় বলে পুলিশ সূত্রে খবর। কৌতূহল এবং উৎসাহ এমন চরম সীমায় পৌঁছয় যে শেষে এই ধরনের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে কলকাতা পুলিশ ও নবান্ন সূত্র থেকে ঘোষণা করা হয়।

বুধবার দুপুরে রাজ্যে মদের হোম ডেলিভারি হচ্ছে বলে কোলকাতা পুলিশের নাম জড়িয়ে খবর ছড়ায়। বলা হয়, সকাল 11 টা থেকে দুপুর 2টো পর্যন্ত নিকটবর্তী লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে অর্ডার দিতে পারবেন ক্রেতারা। 2টো থেকে 5টার মধ্যে ডেলিভারি বয় গিয়ে বাড়িতে মদ পৌঁছে দিয়ে আসবেন। কিন্তু কেউ মদের দোকানে থেকে সরাসরি কিনতে পারবেন না। এ বিষয়ে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করবেন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের মালিকরা। নির্দিষ্ট দোকানের জন্য থানা থেকে পাস বিলি করা হবে তিনটের বেশি পাস দেওয়া হবে না। লকডাউন পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান, বার, রেস্তোরাঁ বা হোটেল থেকে এভাবে মদ বিক্রি করা যেতে পারে। তবে কোথাও কোনও ক্রেতা সরাসরি গিয়ে মদ কিনতে পারবেন না। সব ক্ষেত্রেই হোম ডেলিভারি করতে হবে বলে ওই খবরে বলা হয়।
এই খবর রটতেই যে চাঞ্চল্য দেখা দেয়, সেই প্রতিক্রিয়া দেখে এই ধরনের কর্মসূচি চালু করলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করে মদের হোম ডেলিভারি করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version