Friday, November 14, 2025

রাজ্যের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ এনেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ এক ট্যুইটে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সরকারি আমলাদের বিশেষ এক বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে৷ ওই বার্তায় রাজ্যের সব জেলার জেলাশাসক, ডিভিশনাল কমিশনার এবং জেলার নোডাল অফিসারদের বলা হয়েছে, করোনা-সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনও প্রশ্নের উত্তর দেওয়া যাবেনা৷ কেন্দ্রের কাছে সরাসরি এ সংক্রান্ত কোনও রিপোর্টও পাঠানো যাবেনা৷ এই ট্যুইটেই এ ধরনের এক নির্দেশিকা সংযুক্ত করেছেন সাংসদ৷ বলেছেন, এই নির্দেশিকাটি রাজ্যের সিনিয়র আমলাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হয়েছে৷ তিনি বলেছেন, রাজ্যের এ ধরনের ভূমিকা নিয়ে মন্তব্য করার অবকাশ নেই৷

সংযুক্ত নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেন্দ্রের তরফে স্বাস্থ্য-সংক্রান্ত কোনও তথ্য জানতে চাওয়া হলে, সংশ্লিষ্ট আধিকারিক যেন বিনীতভাবেই কেন্দ্রকে জানান, এই তথ্য দিতে পারবেন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব৷ এছাড়া যদি লকডাউন পরিস্থিতি নিয়ে কোনও তথ্য কেন্দ্র জানতে চায়, তাহলেও একইভাবে বলতে হবে, এ ধরনের তথ্য দিতে পারবেন একমাত্র রাজ্যের মুখ্যসচিব৷

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version