Thursday, August 28, 2025

রাজ্যের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ এনেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ এক ট্যুইটে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সরকারি আমলাদের বিশেষ এক বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে৷ ওই বার্তায় রাজ্যের সব জেলার জেলাশাসক, ডিভিশনাল কমিশনার এবং জেলার নোডাল অফিসারদের বলা হয়েছে, করোনা-সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনও প্রশ্নের উত্তর দেওয়া যাবেনা৷ কেন্দ্রের কাছে সরাসরি এ সংক্রান্ত কোনও রিপোর্টও পাঠানো যাবেনা৷ এই ট্যুইটেই এ ধরনের এক নির্দেশিকা সংযুক্ত করেছেন সাংসদ৷ বলেছেন, এই নির্দেশিকাটি রাজ্যের সিনিয়র আমলাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হয়েছে৷ তিনি বলেছেন, রাজ্যের এ ধরনের ভূমিকা নিয়ে মন্তব্য করার অবকাশ নেই৷

সংযুক্ত নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেন্দ্রের তরফে স্বাস্থ্য-সংক্রান্ত কোনও তথ্য জানতে চাওয়া হলে, সংশ্লিষ্ট আধিকারিক যেন বিনীতভাবেই কেন্দ্রকে জানান, এই তথ্য দিতে পারবেন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব৷ এছাড়া যদি লকডাউন পরিস্থিতি নিয়ে কোনও তথ্য কেন্দ্র জানতে চায়, তাহলেও একইভাবে বলতে হবে, এ ধরনের তথ্য দিতে পারবেন একমাত্র রাজ্যের মুখ্যসচিব৷

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version