Wednesday, May 14, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনার পাশাপাশি ডেঙ্গু দমনেও ঝাঁপাচ্ছে রাজ্য

Date:

এক রামে রক্ষা নেই !

করোনা-প্রকোপের মাঝেই যদি ডেঙ্গু সংক্রমণ শুরু হয়, তাহলে সরকারের পক্ষে তা সামলানো মুশকিল৷ তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে আগাম সতর্কতায় বিশেষ নজর দিচ্ছে রাজ্য।

করোনা-যুদ্ধ চলছেই, তার মাঝেই রাজ্যে ডেঙ্গু দমনের প্রস্তুতি শুরু করতেও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা-র মধ্যে ডেঙ্গু যাতে নতুন উদ্বেগের কারণ না হয়, সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী৷

গত কয়েক বছর রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ইদানিং শীতকাল থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণের সরকারি উদ্যোগ শুরু হয়ে যায়। এবছরও তা হয়েছিল। কিন্তু করোনার কারনে ডেঙ্গু-নিয়ন্ত্রণ কর্মসূচি স্থগিত হয়ে যায়৷ এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করতে রাজ্যের সব পুরসভাকে নির্দেশ পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই কাজে সঠিকভাবে পরিচালনা করতে স্বাস্থ্য দপ্তরের যুগ্মসচিব শরৎ দ্বিবেদিকে নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে। প্রতি জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচিতে নজরদারির জন্য পুর দফতরের একজন করে যুগ্মসচিব পর্যায়ের অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ কলকাতার পাশাপাশি
গোটা রাজ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি চলবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সাবধান হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। গরম ও বৃষ্টির সঙ্গে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা যাতে না ঘটে, তার জন্য দুটি দফতরকে দায়িত্বও দেওয়া হয়েছে৷ পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব সুব্রত গুপ্ত এবং স্বাস্থ্য দফতরের যুগ্মসচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্বেগ, করোনার এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে মানুষ যদি আবার ডেঙ্গুতে আক্রান্ত হতে শুরু করেন, তাহলে সরকারের পক্ষে তা সামলানো মুশকিল হয়ে যাবে। তাই আগাম সতর্কতায় বিশেষ নজর দিচ্ছে রাজ্য।
প্রসঙ্গত, গত বছর রাজ্যে ৪৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। গত বছরের নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

Related articles

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...
Exit mobile version