দিল্লির সদর বাজার, মার্কাজ মসজিদ, নিজামুদ্দিন বস্তি, পাতপরগঞ্জ , দিলশাদ গার্ডেন, মালব্য নগর -সহ ২০টি করোনা- ‘আঁতুড়ঘর’ সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কনট প্লেসের জনপ্রিয় বাঙালি বাজার ইতিমধ্যেই সিল করা হয়েছে৷ একইসঙ্গে দিল্লিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে রাজ্য প্রশাসন।
প্রশাসন জানিয়েছে , ফেস মাস্ক পরে বাইরে বেরোলে সংক্রমণ অনেক কমানো যাচ্ছে। তাই ফেস মাস্কের ব্যবহার আবশ্যিক করা হয়েছে। কাপড়ের মাস্কও ব্যবহার করা যাবে।