১৫০ একর জুড়ে রয়েছে সলমনের ‘অর্পিতা ফার্মহাউস’! রইল কিছু অসাধারণ ছবি

বলিউড অভিনেতা সালমান খানের অসাধারণ একটি বাগানবাড়ি রয়েছে মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায়। বাগানবাড়িটি প্রায় ১৫০ একর জায়গা জুড়ে তৈরি। এটির নাম ‘অর্পিতা ফার্মহাউস’। অর্থাৎ তাঁর বোন অর্পিতার নাম অনুসারে এই বাড়িটির নামকরণ হয়েছে। কী নেই ওই বাড়িতে! রয়েছে ফুলের বাগান থেকে সুইমিং পুল, জিম। এই বাড়ির মধ্যে রয়েছে একাধিক ঘোড়া। সলমনের ওই বাড়ি থেকে দেখা যায় পাহাড় যা দেখে মুগ্ধ হবেন আপনিও। ফার্ম হাউসের ভিতরে রয়েছে একাধিক ছোট ছোট বাংলো। শুধু তাই নয় বাইক চালানোর জন্য রয়েছে বিশেষ জায়গা। শুধুমাত্র সলমনের পরিবারই সেখানে যায় এমনটা নয়। সেখানে বলিউডের অনেক সেলিব্রেটিরাই ছুটি কাটাতে যায়। আপাতত সলমনের এই ফার্ম হাউসের ছবি ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়।

দেখে নেওয়া যাক সলমনের ফার্ম হাউসের কিছু ছবি…