রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তার মা করোনায় আক্রান্ত। তার জেরে বন্ধ হয়ে গেল ব্যাঙ্কের শাখা। দক্ষিণ একটি ব্যাঙ্কে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ব্যাঙ্ককর্তার মা করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পরিবারকে কোয়ারান্টাইনে পাঠানো হয়। শুধু তাই নয়, ব্যাঙ্কের ওই শাখার ২০জন কর্মীকে পাঠানো হয়েছে হোম কোয়ারান্টাইনে। ফলে ব্যাঙ্কে কর্মী না থাকায় শাখাটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এখন দেখা হচ্ছে ওই ব্যাঙ্ককর্তা ও তার সহকর্মীদের কাছাকাছি কারা এসেছিলেন। মুলত কোন গ্রাহক এসেছিলেন তাদের ওপর নজর রাখা হচ্ছে।
