বলিউডের ২৫ হাজার দৈনিক রোজগেরে কর্মীর পাশে দাঁড়াবেন বলে আগেই শোনা গিয়েছিল। সেই মতো প্রতি কর্মীর পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সলমন খান। পাশাপাশি প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা দিতে শুরু করেছেন তিনি। তাঁর এই কাজে প্রশংসা করেছেন তাঁর ভক্ত থেকে নেটিজেনরা।

বরাবরই প্রচারের আড়ালে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন সলমন খান। তিনি যে ২৫ হাজার কর্মীর দায়িত্ব নিয়েছেন তা জানিয়েছিলেন ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ-এর সভাপতি বি এন তিওয়ারি। করোনা পরিস্থিতিতে যাতে দৈনিক রোজগেরেদের সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে এগিয়ে এসেছিলেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকি টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন কীভাবে সলমন খাবার পৌঁছে দিচ্ছেন। মানুষের পাশে থাকার জন্য সলমনকে ধন্যবাদ জানিয়েছেন বাবা সিদ্দিকি।
Thank you @beingsalmankhan @tweetbeinghuman for your generous contribution towards the daily wage workers. You are always one step ahead of everybody when it comes to helping people and you have proved that yet again. (1/2).. pic.twitter.com/3zlW51MKOg
— Baba Siddique (@BabaSiddique) April 10, 2020