Friday, August 22, 2025

স্বাস্থ্যদফতর ও পুরসভার উদ্যোগে বেলগাছিয়া বস্তিতে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু

Date:

অনেক দেরিতে হলেও শেষপর্যন্ত কলকাতায় বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ শুরু করলো রাজ্য স্বাস্থ্য দফতর এবং পুরসভার বিশেষ দল৷ বৃহস্পতিবার কলকাতার ৩ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া বস্তি এলাকায় শুরু হয় তথ্য সংগ্রহের কাজ। এই বস্তির জনসংখ্যা প্রায় ৪৫ হাজার। একই সঙ্গে তথ্য সংগ্রহের কাজ শুরু হতে চলেছে নারকেলডাঙা নর্থ রোড, বন্দর এলাকার ঘন বসতিপূর্ণ অঞ্চল এবং বালিগঞ্জের কয়েকটি অতি ঘনবসতিপূর্ণ এলাকায়৷ দ্রুত এই তথ্য সংগ্রহের কাজ শেষ করা হবে বলে পুরসভা জানিয়েছে৷

কলকাতা পুরসভা এবং রাজ্য স্বাস্থ্য দফতরের যৌথ দল বৃহস্পতিবার দুপুরে বেলগাছিয়ার এক বস্তিতে যায়৷ বিশেষ ভাবে প্রশিক্ষিত ৩০ জনের এই দল বেলগাছিয়া বস্তির ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করছে৷ সূত্রের খবর, কলকাতা পুরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডেই এই তথ্য সংগ্রহ করা হবে৷ ‘স্পর্শকাতর’ এলাকায় হবে র‌্যাপিড টেস্ট। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরের পর সংক্রমণের ঘটনা ঘটায় বেলগাছিয়ার ওই বস্তিকে রাজ্য স্বাস্থ্য দফতর ‘স্পর্শকাতর’ তালিকার প্রথমেই রেখেছে। স্বাস্থ্যকর্মীরা এদিন PPE বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ভাইরাস প্রতিরোধী বিশেষ পোশাক পরে ওই এলাকায় যান। প্রতিটি বাড়িতে তাঁরা বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন, কারও অসুস্থতা আছে কি না। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রতিটি বাড়িতে বয়স্ক বাসিন্দা কত জন আছেন, তাঁদের পুরনো কোনও জটিল রোগ আছে কি না, গত কয়েক দিনের মধ্যে তাঁদের সর্দি, জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছে কি না তা-ও নথিভুক্ত করছেন পুরকর্মীরা।
কলকাতা পুরসভার সিদ্ধান্ত, তথ্য সংগ্রহের ক্ষেত্রে বস্তি বা অতি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বেশি নজর দেওয়া হচ্ছে। কারণ, সেখানে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে৷
বেলগাছিয়া বস্তিতে ঢোকা বেরনোর রাস্তা বুধবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version