করোনা পরীক্ষায় আজ, বৃহস্পতিবার চিন থেকে আসছে আরও সাড়ে ৬ লক্ষ কিট। কেন্দ্রীয় সূত্রে এমন খবর জানা গিয়েছেন। এই কিট আমদানির জন্য বেজিং এবং কুয়াংচৌয়ের ভারতীয় দূতাবাস বড় ভূমিকা পালন করেছে বলেও জানা গিয়েছে। এই কিটের মধ্যে রয়েছে রাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট এবং আরএনএ নেওয়ার কিট।