Wednesday, November 12, 2025

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে বিশ্বে। মৃতের সংখ্যা প্রায় দেড় লাখ ছুঁইছুঁই। করোনায় সংক্রমণ-মৃত্যু আতঙ্ক থেকে চোখ সরিয়ে টেলিস্কোপে নজর রাখতে চমকে উঠলেন বিজ্ঞানীরা।

কী দেখলেন তাঁরা?

একটি বিরাট তারা। ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির দীর্ঘতম টেলিস্কোপে ধরা দিয়েছে এই তারা। চার নাম এস২। কৃষ্ণগহ্বরের আকর্ষণের কারণে নিজের কক্ষপথে নেচে নেচে ঘুরে চলেছে এই তারা। বৃহস্পতিবার ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ জার্নালে ছায়াপথের এই ‘ডান্সিং স্টার’- এর কথা লিখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্স-এর ডিরেক্টর রেইনহার্ট গেঞ্জেল বলেছেন, ‘এস২’ নামক তারাটির কক্ষপথে স্থির নয়। কৃষ্ণগহ্বরের টানে কাছাকাছি চলে গেলে এক অদ্ভুত চক্রাকারে তার কক্ষ পথ পরিবর্তিত হতে শুরু করে। দেখে মনে হয় ‘নেচে নেচে ঘোরা’ শুরু করেছে। সেইসঙ্গে এঁকেবেঁকে চলছে তার কক্ষপথও। এই কারণেই মনে হচ্ছে মহাশূন্যে ফুল ফুটেছে। ফুলের পাপড়ির মত আকার নিচ্ছে তারার কক্ষপথ।

বিজ্ঞানীদের মতে, এই প্রথমবার কৃষ্ণগহ্বরের খুব কাছাকাছি এসে পড়েছে ওই তারা। এই কারণেই একটা জোরালো আকর্ষণ কাজ করছে তার ওপর। মিল্কিওয়ে গ্যালাক্সি ঠিক মাঝখানে রয়েছে দানব কৃষ্ণগহ্বর যার নাম, ‘স্যাজিটেরিয়াস এ’। এই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহবরকে জ্যোতির্বিজ্ঞানীরা ‘রাক্ষুসে ব্ল্যাকহোল’ বলে থাকেন। যেমন তার চেহারা, তেমনি তার খিদে। নিজের চারপাশে এসে পড়া কোন মহাজাগতিক বস্তুকে নিজের দিকে টেনে নিতে পারে। এই ব্ল্যাকহোলটি রয়েছে আমাদের থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে।

 

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version