দ্রুত কলকাতার রেডজোনগুলিকে গ্রিনজনে নিয়ে আসতে হবে। শুক্রবার নবান্নে সব জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা-সহ হাওড়া, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রেডজোনগুলিতে করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে গোষ্ঠী সংক্রমণ শুরু হতে পারে।

১৪ দিনের মধ্যে কলকাতাকে গ্রিন জোনে এবং হাওড়া ও উত্তর চব্বিশ পরগনাকে অরেঞ্জ জোনে নিয়ে আসতে হবে৷ কলকাতার কয়েকটি ওয়ার্ড রেড জোনে আছে। সেখানে সশস্ত্র পুলিশ বাহিনীর নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা। সেগুলিকে দুসপ্তাহের মধ্যে গ্রিন জোনে নিয়ে আসতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
