Thursday, December 18, 2025

আজ থেকে বন্ধ পাতিপুকুর মাছ বাজার

Date:

Share post:

দেরিতে হলেও শেষপর্যন্ত টনক নড়ল উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি পাইকারি মাছ বাজারের ।আজ শুক্রবার থেকে ৩ মে পর্যন্ত বন্ধ থাকছে পাতিপুকুর ও দোপেড়িয়ার পাইকারি মাছ বাজার। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ।
রাজ্যের ৪টি হটস্পট তালিকায় রয়েছে উত্তর ২৪পরগনার নাম। আজ থেকেই প্রশাসনের তরফে সংশ্লিষ্ট এলাকায় বাড়তি নজরদারি ও কড়াকড়ি ব্যবস্থা চলছে । পাতিপুকুর মাছ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রেখেই মাছ বাজারটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সুর শোনা গিয়েছে দোপেড়িয়ার মাছ ব্যবসায়ী সংগঠনের গলায় । তবে এই সিদ্ধান্তের ফলে আশপাশের এলাকায় মাছের জোগান কমতে পারে ।
কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাতিপুকুর পাইকারি মাছ বাজার থেকে দমদম, লেকটাউন-সহ কলকাতা লাগোয়া অনেক জায়গাতেই মাছ সরবরাহ হয়। দোপেড়িয়া থেকে মাছ সরবরাহ হয় ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসত, সোদপুরের মতো বিস্তীর্ন এলাকায় ।
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েক দিন ধরে বাজারে ভিড় ক্রমশ বাড়ছিল।
এর নেপথ্যে তাদের যুক্তি, লকডাউনের জেরে অনেকেরই কাজ বন্ধ। তাই পাড়ায় পাড়ায় সবজির পাশাপাশি অনেকেই মাছের ব্যবসাকে বিকল্প হিসাবে বেছে নিয়েছেন। যে কারণে পাইকারি বাজারেও তার সঙ্গে তাল মিলিয়ে ভিড় ক্রমশ বাড়ছিল। এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেড়ে যাওয়ায়, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...