Tuesday, May 13, 2025

আজ, শুক্রবার থেকেই বন্ধ করা হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ে ঢোকার রাস্তা৷ লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে দার্জিলিং ও কালিম্পংয়ের রাস্তায় প্রতিদিন ভিড় বেড়েই চলেছে।

আজ, শুক্রবার কালিম্পং ও দার্জিলিংয়ে ঢোকার সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে৷ কঠোরভাবে লকডাউন মানার জন্য ওই দুই শহরে ঢোকা ও বেরোনোর একটি মাত্র পথ খোলা থাকবে। ওই পথ দিয়ে শুধু অত্যাবশ্যকীয় পণ্য যাতায়াতের গাড়িকেই ছাড়পত্র দেওয়া হবে। অন্যদিকে, দার্জিলিং সদর বাজারে লকডাউন অমান্য করে ভিড় করার ঘটনায় উদ্বিগ্ন মোর্চার সভাপতি বিনয় তামাংও। আজ, শুক্রবার দার্জিলিং পুলিসকে সঙ্গে নিয়ে তিনি দার্জিলিং সদর বাজার যাবেন লকডাউন খতিয়ে দেখতে। বিনয় তামাং বলেন, শুক্রবার থেকে দার্জিলিংয়ে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। শুধু অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই গাড়ি ঢোকার ছাড়পত্র দেওয়া হবে। বাকি সব রাস্তা বন্ধ থাকবে। অন্যদিকে, সুস্থ থাকায় ও ১৪ দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কালিম্পংয়ের দু’টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ৪১ জনকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়। কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপার উপস্থিতিতে এদিন ওই ৪১ জনকে ছেড়ে দেওয়া হয়। কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ সিমলাংগি বলেন, ওই ৪১ জনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন অবশ্য কালিম্পংয়ের একটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আরও ১৪ জনকে নতুন করে ভর্তি করা হয়েছে।

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version