Monday, May 12, 2025
দেবদত্ত বিশ্বাস
কোলুন, হংকং

দেশে দেশে লকডাউন চলছে। কতদিন চলবে, তার কোনো স্থিরতা নেই। এমুহূর্তে লকডাউন তুলে দেওয়াও বুদ্ধিমানের কাজ হবেনা। লকডাউন উঠে গেলেও অলিখিত ভাবে তা চলবে, বা বলাযায় – সুরক্ষার কথা চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রে তা চালিয়ে যেতেই হবে। আশাকরি সরকার প্রশাসন ( যে কারনে আমরা তাদের নির্বাচিত করেছি ) তৎপরতার সঙ্গে তা পরিচালনা করবেন, নয়তো আমাদের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে এই সংক্রমণ পার্লামেন্ট থেকে ফ্লাইওভারের নিচ, কাউকেই ছেড়ে কথাবলবে না।সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ, তাই পালানোর রাস্তাও বন্ধ। আর পালিয়ে যাবেইবা কোন দেশে, আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চিন, জাপান … ? একেই বলে এক ঘাটে জল খাওয়া। এমন ভাবার কোনও কারন নেই যে, লকডাউন উঠে গেলেই জীবন পুরোনো ছন্দে ফিরে আসবে। আসলে তা আর সম্ভব হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আক্রান্ত জায়গা থেকে যারা বেঁচে ফিরবেন , স্ট্রং ক্যারিয়ার হিসাবে তারা কতদিন এ ভাইরাস বহন করবেন , তা কেউ জানে না।বিশেষত ভাইরাসটি যেভাবে এই চারমাসে তার চরিত্র বদল করে চলেছে, ডাক্তার বিশেষজ্ঞরাও স্হির ভাবে কোনও সিদ্ধান্তে আসতে পারছেন না। স্বাভাবিক কারনেই এই প্যানডেমিক চলে গেলেও এর ভয়াবহতার ছায়া সমাজের প্রতিটি স্তরে তীব্র ভাবে প্রতিফলিত হবে দীর্ঘ দিন ধরে। ব্যক্তিগত স্তরে প্রতিটি মানুষ যদি এই উদ্ভুত পরিস্থিতির সঙ্গে নিজেকে না মেলাতে পারেন, তবে হয়তো প্রত্যক্ষ ভাবে তিনি করোনায় শেষ হবেন না, কিন্তু মানসিক ভাবে শেষ হয়ে যাবেন। কারন কোনও কিছুই ঠিক আর আগের মতো হওয়ার নয়। ‘সারভাইভাল অফ দি ফিটেস্ট’ এর নিয়ম অনুযায়ী -তুমি যদি শারীরিক , মানসিক, আর্থিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, প্রযুক্তিগত প্রভৃতি সমস্ত দিক থেকে নিজে প্রস্তুত না থাকো, তবে এই ধরিত্রী মায়ের কাছে তুমি এক বোঝা। মা-এর বয়স হয়েছে, মা একটু হাল্কা হতে চান। এখনও একটু সময় আছে , নিজেকে দ্রুত প্রস্তুত করো। ‘গো ব্যাক টু দ্য বেসিক’, যার অর্থ প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়া নয়, বা অতি চালাকিও নয় ।

Related articles

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...
Exit mobile version