Friday, December 5, 2025

সাঙ্ঘাতিক আগামী দিন! হংকং থেকে লিখছেন বাঙালি যোগগুরু

Date:

দেবদত্ত বিশ্বাস
কোলুন, হংকং

দেশে দেশে লকডাউন চলছে। কতদিন চলবে, তার কোনো স্থিরতা নেই। এমুহূর্তে লকডাউন তুলে দেওয়াও বুদ্ধিমানের কাজ হবেনা। লকডাউন উঠে গেলেও অলিখিত ভাবে তা চলবে, বা বলাযায় – সুরক্ষার কথা চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রে তা চালিয়ে যেতেই হবে। আশাকরি সরকার প্রশাসন ( যে কারনে আমরা তাদের নির্বাচিত করেছি ) তৎপরতার সঙ্গে তা পরিচালনা করবেন, নয়তো আমাদের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে এই সংক্রমণ পার্লামেন্ট থেকে ফ্লাইওভারের নিচ, কাউকেই ছেড়ে কথাবলবে না।সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ, তাই পালানোর রাস্তাও বন্ধ। আর পালিয়ে যাবেইবা কোন দেশে, আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চিন, জাপান … ? একেই বলে এক ঘাটে জল খাওয়া। এমন ভাবার কোনও কারন নেই যে, লকডাউন উঠে গেলেই জীবন পুরোনো ছন্দে ফিরে আসবে। আসলে তা আর সম্ভব হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আক্রান্ত জায়গা থেকে যারা বেঁচে ফিরবেন , স্ট্রং ক্যারিয়ার হিসাবে তারা কতদিন এ ভাইরাস বহন করবেন , তা কেউ জানে না।বিশেষত ভাইরাসটি যেভাবে এই চারমাসে তার চরিত্র বদল করে চলেছে, ডাক্তার বিশেষজ্ঞরাও স্হির ভাবে কোনও সিদ্ধান্তে আসতে পারছেন না। স্বাভাবিক কারনেই এই প্যানডেমিক চলে গেলেও এর ভয়াবহতার ছায়া সমাজের প্রতিটি স্তরে তীব্র ভাবে প্রতিফলিত হবে দীর্ঘ দিন ধরে। ব্যক্তিগত স্তরে প্রতিটি মানুষ যদি এই উদ্ভুত পরিস্থিতির সঙ্গে নিজেকে না মেলাতে পারেন, তবে হয়তো প্রত্যক্ষ ভাবে তিনি করোনায় শেষ হবেন না, কিন্তু মানসিক ভাবে শেষ হয়ে যাবেন। কারন কোনও কিছুই ঠিক আর আগের মতো হওয়ার নয়। ‘সারভাইভাল অফ দি ফিটেস্ট’ এর নিয়ম অনুযায়ী -তুমি যদি শারীরিক , মানসিক, আর্থিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, প্রযুক্তিগত প্রভৃতি সমস্ত দিক থেকে নিজে প্রস্তুত না থাকো, তবে এই ধরিত্রী মায়ের কাছে তুমি এক বোঝা। মা-এর বয়স হয়েছে, মা একটু হাল্কা হতে চান। এখনও একটু সময় আছে , নিজেকে দ্রুত প্রস্তুত করো। ‘গো ব্যাক টু দ্য বেসিক’, যার অর্থ প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়া নয়, বা অতি চালাকিও নয় ।

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...
Exit mobile version