স্পেনে করোনার বলি ২০ হাজার ছাড়াল

নরখাদক কোভিড১৯ ভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা দুনিয়া। করোনা কার্যত মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে স্পেনকে। করোনায় আক্রান্ত হয়ে ইউরোপের এই দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কাছাকাছি। যাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।

এ বিষয়ে স্পেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৬৫ জন কোভিড-১৯ রোগীর প্রাণ গিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ।

Previous articleগড়ের মাঠে খেটে খাওয়া ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করলেন মন্ত্রী রাজীব ব্যানার্জি
Next articleকরোনায় স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হলে পরিবার পিছু ১ কোটি টাকা কেজরিওয়াল সরকারের