Thursday, May 15, 2025

হাইড্রক্সিক্লোরোকুইন: চারটি সুবিধা এনে দিতে পারে ভারতকে, কী কী?

Date:

কোভিড ১৯ মোকাবিলায় উল্লেখযোগ্য হাইড্রক্সিক্লোরোকুইন। ভারত থেকে এই ওষুধ চাইছে সব দেশ। মোদি সরকারও কখনও হুমকির মুখে পড়ে আবার কখনও আবেদনে সাড়া দিয়ে ওষুধ পাঠাচ্ছে। বিরোধীরা এ নিয়ে প্রশ্ন তুলেছে। বলেছে যখন ঘরে ওষুধ দরকার তখন বিদেশে রফতানি করা হচ্ছে কেন? ভারতে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের প্রয়োজন বেশি পড়লে তখন কী হবে? বিশ্বকে সাহায্য করতে গিয়ে দেশের মানুষকে বিনা চিকিৎসায় মারা যাবে। কূটনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় সরকারের এই নীতির পিছনে বেশ কিছু কারণ। আছে মূলত চারটি কারণকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

প্রথমত: হাইড্রক্সিক্লোরোকুইনের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে আর্থিক মন্দার মধ্যেও কিছুটা লাভের মুখ দেখা।

দ্বিতীয়ত: বিশ্বে করোনা মোকাবিলায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা।

তৃতীয়ত: করোনা চিকিৎসার সাজ-সরঞ্জাম আমদানির ক্ষেত্রে সুবিধা পাওয়া। দ্রুত হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার। কেন্দ্রের আশা, এতে বিদেশ থেকে এন-৯৫ মাস্ক-সহ করোনা-মোকাবিলার সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।

চতুর্থত: পশ্চিম এশিয়ার উপকূলবর্তী আরব দেশগুলিতে কাজ করছেন প্রায় ৮০ লক্ষ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের যাতে সেখানে কাজ হারাতে না হয় বা সমস্যায় পড়তে না হয়— সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী থেকে বিদেশমন্ত্রী ও বিদেশসচিব পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলছেন।

সাউথ ব্লকের কর্তারাও এই যুক্তিগুলিকে সমর্থন জানিয়েছেন।

Related articles

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...
Exit mobile version