লকডাউনে পর্বে টিভির পর্দায় ফিরেছে বি আর চোপড়ার জনপ্রিয় মহাভারত। যেখানে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না রূপা। দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার অফার দেওয়া হয় জুহি চাওলাকে। কিন্তু রাজি হননি তিনি। সেসময় জুহি চাওলার কাছে আমির খানের বিপরীতে ‘কায়ামত সে কায়ামত তক’ ছবির প্রস্তাব এসেছিল। সে প্রস্তাব ছাড়তে চাননি জুহি। শেষপর্যন্ত দ্রৌপদীর চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়কে বেছে নেন পরিচালক।