বিপর্যয় মোকাবিলা আইনের কোন ধারায় রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর কথা বলা আছে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক টুইট-বার্তায় সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, “কোন আইনের ভিত্তিতে কেন্দ্র বাংলায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তা স্বচ্ছ নয়৷ এই বিষয়টি পরিষ্কার করা না হলে কেন্দ্রীয় দল পাঠানোর এই সিদ্ধান্ত দেশের ‘ফেডারেল’ কাঠামোর পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে৷” একইসঙ্গে মুখ্যমন্ত্রী কঠোরভাবেই বলেছেন, ” কিসের ভিত্তিতে কেন্দ্র এই ঘোষণা করেছে, তা স্বচ্ছতার সঙ্গে জানানো না হলে এ বিষয়ে রাজ্য অগ্রসর হবে না৷”
এই প্রসঙ্গে পর পর দু’টি টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, ” করোনা-যুদ্ধে কেন্দ্রের সব ধরনের পরামর্শ এবং সহযোগিতাকে সব সবসময়ই স্বাগত জানিয়ে চলেছে রাজ্য৷ কিন্তু কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানোর সিদ্ধান্তে অভাব রয়েছে স্বচ্ছতার”৷
প্রসঙ্গত, এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র একটি টুইটে বলেছে, “কলকাতা-সহ ৭ জেলা ‘উদ্বেগজনক’৷ পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল৷” ওই টুইটে কেন্দ্র বলেছে, “কলকাতা, হাওড়া ছাড়া বাংলার আরও ৫ জেলার করোনা-পরিস্থিতি গুরুতর বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার”৷ এই পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ ওই টুইটের উত্তরেই রাজ্যের মুখ্যমন্ত্রী “ফেডারেল কাঠামো লঙ্ঘন করার” অভিযোগ তুলেছেন৷