Tuesday, August 26, 2025

করোনা- পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।

কলকাতা, হাওড়া ছাড়া বাংলার আরও ৫ জেলার করোনা-পরিস্থিতি গুরুতর বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র একটি টুইটে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের করোনা-সংক্রমিত এলাকার নাম বিশেষ ভাবে উল্লেখ করেছেন। সেই তালিকায় বাংলার সংক্রমিত এলাকার সংখ্যাই বেশি। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের করা দু’টি টুইটে লেখা হয়েছে, ‘‘লকডাউন বিধি ভাঙার খবর পাওয়া যাচ্ছে। এর থেকে গুরুতর বিপত্তি ঘটতে পারে৷ কোভিড-১৯ ছড়িয়ে পড়ার ঝুঁকিও আছে৷ স্বাস্থ্যকর্মীদের উপর হিংসার ঘটনা ঘটছে৷ সামাজিক দূরত্ব মানা হচ্ছে না৷ শহর এলাকায় যানবাহনও চলাচল করছে।’’

এই টুইটেই দেশের কোন কোন স্থানে করোনা- পরিস্থিতি উদ্বেগজনক, তা উল্লেখ করা হয়েছে। টুইটে বলা হয়েছে:

‘‘বিশেষ করে পরিস্থিতি গুরুতর
◾মধ্যপ্রদেশের ইন্দোর,
◾মহারাষ্ট্রের মুম্বই ও পুণে,
◾রাজস্থানের জয়পুর,

🔴 পশ্চিমবঙ্গের কলকাতা,
হাওড়া,
পূর্ব মেদিনীপুর,
উত্তর ২৪ পরগনা, দার্জিলিং,
কালিম্পং ও জলপাইগুড়ি-তে৷

বলা হয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দলও।

দেশের ১৭০টি জেলায় সংক্রমণের হার খুব বেশি বলে ইতিমধ্যেই সেগুলিকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। সেই তালিকায় নাম আছে: কলকাতা,
হাওড়া,
পূর্ব মেদিনীপুর ও
উত্তর ২৪ পরগনা’র।

এর পাশাপাশি, সংক্রমণের খবর আছে কিন্তু ‘হটস্পট’ নয়, এমন ২০৭টি জেলার নামও জানানো হয়। সেই তালিকায়
কালিম্পং,
দার্জিলিং,
জলপাইগুড়ি,
হুগলি,
নদিয়া,
পশ্চিম বর্ধমান,
পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কথা উল্লেখ করা হয়েছে।

এ দিনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের টুইটে রাজ্যের ৭টি জেলার পরিস্থিতি ‘গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছে৷

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version