কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে টুইটবার্তা দিয়েছেন তৃণমূল যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,” তোমরা প্রথমে ত্রুটিযুক্ত কিট পাঠাচ্ছো, তারপর রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তাদের কাজ মনিটর করতে টিম পাঠাচ্ছো। করোনাযুদ্ধের নামে তোমরা বাঙালিদের জীবন নিয়ে খেলা করছ। তোমাদের নেতারা ভুয়ো প্রচার করছে পরীক্ষার সংখ্যা নিয়ে।”

উল্লেখ্য, এরাজ্যে আই সি এম আরের নোডাল এজেন্সি এন আই সি ই ডি এখানকার কয়েকটি পরীক্ষাকেন্দ্র থেকে ত্রুটিযুক্ত কিট তুলে নিয়েছে।

তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিষেক। খারাপ কিট পাঠিয়ে, ভুয়ো সংখ্যার প্রচার করে, তারপর নজরদারির টিম পাঠিয়ে এই কঠিন সময়ে এটা কোন্ খেলা? যখন রাজ্য সরকার সর্বশক্তিতে করোনার বিরুদ্ধে লড়ছে, তখন, কেন্দ্র রাজনীতি করতে গিয়ে বঙ্গবাসীদের জীবন নিয়ে খেলা করছে। এখানেই অভিষেকের প্রতিবাদ। তাঁর টুইট নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
