কার্যত গোটা হুগলি জেলাকেই কনটেইনমেন্ট জোন ঘোষণা করে সিল করল রাজ্য সরকার

কার্যত গোটা হুগলি জেলা জুড়েই কনটেইনমেন্ট জোন ঘোষণা করল রাজ্য সরকার। ইতিমধ্যেই হুগলির জেলাশাসকের দফতর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, উত্তরপাড়া-কোতরং পুরসভা এলাকা, ডানকুনি পুরসভা এলাকা, শ্রীরামপুর পুরসভা এলাকা, রিষড়া পুরসভা এলাকা, কোন্নগর পুরসভা এলাকা, বৈদ্যবাটী পুরসভা এলাকা, চাঁপদানি পুরসভা এলাকা, চন্দননগর পুরসভা এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়াও জেলার একাধিক গ্রামের নামও রয়েছে ওই নির্দেশিকায়। এর মধ্যে একাধিক এলাকা সিল করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, কনটেইনমেন্ট জোন হয়ে যাওয়ায় ওই সব এলাকায় অত্যাবশ্যকীয় নয় এমন সব সরকারি, বেসরকারি যাবতীয় দফতর বন্ধ থাকবে। যে যে পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে সেই দফতরগুলিতে মাত্র ২৫ শতাংশ কর্মী থাকতে পারবে। অন্যথায় কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous articleকোচবিহারে কারণ ছাড়াই গাড়িতে এমার্জেন্সি সার্ভিস বোর্ড! ট্রাফিকের নজরে
Next articleইতালিতে প্রথম করোনা আক্রান্তের চিকিৎসক শোনালেন তাঁর অভিজ্ঞতা