বুধবার থেকে কোয়ারেন্টাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গিয়েছিল, কোভিড উপসর্গ ছিল এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন পাক প্রধানমন্ত্রী।

তবে স্বস্তির খবর এই যে, করোনা হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। করোনা আতঙ্কে পরীক্ষা করিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সে দেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জফর মিরজা জানালেন, পাক প্রধানমন্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে।
