Saturday, November 29, 2025

করোনা নিয়ে ফের গুজবের জেরে কোণঠাসা স্বাস্থ্যকর্মীরা এবং তাঁদের পরিবার। একই সঙ্গে এমন দুটি ঘটনা ঘটল এরাজ্যে। এবার পরিবারকে একঘরে করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।

বারাকপুরের বাসিন্দা এক ব্যক্তি ব্যারাকপুরেরই একটি সরকারি হাসপাতালের কর্মী। অভিযোগ, তাদের বাড়ির এক সদস্য করোনা পজিটিভ, এই মর্মে গুজব ছড়ানো হয়েছে। বারাকপুরের মণিরামপুর এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী বি এন বসু মহকুমা হাসপাতালের কর্মী। দিন তিনেক আগে ওই হাসপাতালের এক মহিলা চিকিৎসকের করোনা ধরা পড়ে। এরপর কোয়ারেন্টাইনে পাঠানো হয় ১০ চিকিৎসক-সহ মোট ৭০ জনকে। এরপরই শুরু হয় গুজব। এমনকী গুজবের জেরে পাড়ার কোনও দোকান ওই পরিবারকে জিনিসপত্র বিক্রি করছে না।

অন্যদিকে, কলকাতার হাসপাতালে ভর্তি এক রোগীকে অ্যাম্বুলেন্সে করে অশোকনগর নিয়ে গিয়েছিলেন চালক। পরে ওই রোগী র মৃত্যু হয়। অভিযোগ, এরপর ওই চালককে একঘরে করে রাখার চেষ্টা করেন প্রতিবেশীরা। শুধু তাই না, পাড়ার লোক রটিয়ে দেয় যে ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছিলেন চালক জীবনকৃষ্ণ দে তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। চালকের অভিযোগ “আমাকে এবং আমার পরিবারকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। ”

বারাকপুরের ঘটনায় অভিযোগের তীর সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবাশিস দে দিকে। গৌতম চক্রবর্তীর অভিযোগ, কাউন্সিলর এই গুজব ছড়ানোর মূলে রয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই স্বাস্থ্যকর্মীর পরিবার থানায় ফোন করে গোটা বিষয়টি জানানো হয়। আইসি দেবকুমার সাধুখাঁ কাউন্সিলর এবং উত্তর ব্যারাকপুর পুরসভার স্বাস্থ্য আধিকারিক তাঁদের বাড়িতে যান। ওই স্বাস্থ্য আধিকারিক হাসপাতালের কাগজ দেখে গৌতম চক্রবর্তীকে বলেন কাজে যোগ দিতে তাঁর অসুবিধা নেই।

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...
Exit mobile version