Wednesday, May 14, 2025

করোনা-আবহে কলকাতা পুরসভার মেয়াদবৃদ্ধির ভাবনা, প্রয়োজন রাজ্যপালের অনুমোদন

Date:

কলকাতা পুরসভার মেয়াদ কমপক্ষে ৬ মাস বৃদ্ধির জন্য আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার৷ মেয়াদ বৃদ্ধি হলে মেয়র ও মেয়র পারিষদ, প্রত্যেক কাউন্সিলরই এর সুবিধা পাবেন৷ কারন সবার প্রশাসনিক ক্ষমতার মেয়াদও ৬ মাস বাড়বে। প্রসঙ্গত, আগামী ৭ মে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হচ্ছে।

তবে মেয়াদ বৃদ্ধি করতে হলে ৬ মে’র মধ্যেই রাজ্যপালের সম্মতি নিয়েই অর্ডিন্যান্স জারি করতে হবে রাজ্যকে। এই মুহুর্তে রাজ্য-রাজ্যপালে সম্পর্ক যেখানে দাঁড়িয়ে আছে, তাতে খুব সহজে এই প্রস্তাবে রাজভবনের অনুমোদন নাও মিলতে পারে৷ রাজ্যপালও আইনি পরামর্শ নিয়ে, আইনি গণ্ডিতে থেকেই বিকল্প কোনও সুপারিশ করতে পারেন৷
কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একথা স্বীকার করে বলেছেন, “কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রশাসক বসানো নিয়ে সুস্পষ্ট কোনও আইন নেই৷ করোনা মোকাবিলার কথা মাথায় রেখে কলকাতা পুরসভার মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের আইন বিভাগ ও বিশেষজ্ঞদের মতামত জানা হচ্ছে৷” পুরমন্ত্রী জানিয়েছেন, “ কলকাতা ছাড়া রাজ্যের অন্য সমস্ত পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হতেই নির্দিষ্ট দিনেই প্রশাসক বসবে। সেক্ষেত্রে কোনও আইনগত সমস্যা নেই৷”
করোনা প্রতিরোধে কলকাতার প্রায় সব ওয়ার্ডেই কাউন্সিলররা কাজ করছেন৷ এলাকায় কাউন্সিলরদের নিয়ন্ত্রণ না থাকলে শহরে বিপদ বৃদ্ধির প্রবল আশঙ্কা বলেই সরকার মনে করছে৷

এদিকে অন্য একটি সমস্যাও রাজ্যকে ভাবাচ্ছে৷ মেয়াদ বৃদ্ধি করা হলে আগামী ৬ মে রাতের মধ্যেই রাজ্যপালের সম্মতি নিয়েই অর্ডিন্যান্স জারি করতে হবে রাজ্যকে। এই মুহুর্তে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে রাজ্যপাল এই প্রস্তাব অনুমোদন না করলে সংকট বাড়বে৷

তবে তেমন পরিস্থিতি হলে বিষয়টি নিয়ে কলকাতার নাগরিকদের দরবারে যাওয়া হবে বলেই ভেবে রেখেছে তৃণমূল৷ কলকাতা সংকটাপন্ন হলে তার দায় রাজ্যপাল ও বিজেপি’র ঘাড়ে ফেলার প্রস্তুতিও নিচ্ছে তৃণমূল৷

Corona update

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version