Monday, November 3, 2025

“ভাষণ না দিয়ে, বাংলার মানুষের দিকে নজর দিন”- মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ধনকড়ের, পাল্টা চিঠি কল্যাণের

Date:

করোনা পরিস্থিতির মধ্যেই ফের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করেন রাজ্যপাল। সেখানে তিনি লেখেন, “বাংলার মানুষের দিকে নজর দিন। ভাষণ না দিয়ে তাঁদের যন্ত্রণা কমানোর চেষ্টা করুন”।

একইসঙ্গে নিজের টুইটারে রাজ্যপাল লেখেন, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এটা রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার সময় নয় বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশে ধনকড় সরাসরি লেখেন, “বাহাদুরি না করে পরিস্থিতির ওপর নজর দিন। দোষারোপ করা বা দায় এড়ানোর চেষ্টা না করে মানুষের পাশে দাঁড়ান”।
রাজ্যপালের মতে, এই গভীর সংকটের মধ্যে থেকে মুক্তি পেতে কেন্দ্রে হাত মিলিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে দেশের থেকে রাজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা অসাংবিধানিক ও সময় উপযোগী নয়।
রাজ্যপালের এই আক্রমণের জবাবে তাঁকে চার পাতার চিঠি পাঠান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পদের অপব্যবহার করছেন রাজ্যপাল। একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন তিনি। মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য প্রশাসন যখন লড়াই করছে, তখন রাজ্যকে হেয় করার চেষ্টা করছেন স্বয়ং রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর এই চারপাতা চিঠির চারপাতার জবাব দিয়েছেন জগদীপ ধনকড়।

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version