Tuesday, August 26, 2025

“ভাষণ না দিয়ে, বাংলার মানুষের দিকে নজর দিন”- মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ধনকড়ের, পাল্টা চিঠি কল্যাণের

Date:

করোনা পরিস্থিতির মধ্যেই ফের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করেন রাজ্যপাল। সেখানে তিনি লেখেন, “বাংলার মানুষের দিকে নজর দিন। ভাষণ না দিয়ে তাঁদের যন্ত্রণা কমানোর চেষ্টা করুন”।

একইসঙ্গে নিজের টুইটারে রাজ্যপাল লেখেন, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এটা রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার সময় নয় বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশে ধনকড় সরাসরি লেখেন, “বাহাদুরি না করে পরিস্থিতির ওপর নজর দিন। দোষারোপ করা বা দায় এড়ানোর চেষ্টা না করে মানুষের পাশে দাঁড়ান”।
রাজ্যপালের মতে, এই গভীর সংকটের মধ্যে থেকে মুক্তি পেতে কেন্দ্রে হাত মিলিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে দেশের থেকে রাজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা অসাংবিধানিক ও সময় উপযোগী নয়।
রাজ্যপালের এই আক্রমণের জবাবে তাঁকে চার পাতার চিঠি পাঠান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পদের অপব্যবহার করছেন রাজ্যপাল। একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন তিনি। মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য প্রশাসন যখন লড়াই করছে, তখন রাজ্যকে হেয় করার চেষ্টা করছেন স্বয়ং রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর এই চারপাতা চিঠির চারপাতার জবাব দিয়েছেন জগদীপ ধনকড়।

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version