Saturday, November 8, 2025

“ভাষণ না দিয়ে, বাংলার মানুষের দিকে নজর দিন”- মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ধনকড়ের, পাল্টা চিঠি কল্যাণের

Date:

করোনা পরিস্থিতির মধ্যেই ফের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করেন রাজ্যপাল। সেখানে তিনি লেখেন, “বাংলার মানুষের দিকে নজর দিন। ভাষণ না দিয়ে তাঁদের যন্ত্রণা কমানোর চেষ্টা করুন”।

একইসঙ্গে নিজের টুইটারে রাজ্যপাল লেখেন, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এটা রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার সময় নয় বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশে ধনকড় সরাসরি লেখেন, “বাহাদুরি না করে পরিস্থিতির ওপর নজর দিন। দোষারোপ করা বা দায় এড়ানোর চেষ্টা না করে মানুষের পাশে দাঁড়ান”।
রাজ্যপালের মতে, এই গভীর সংকটের মধ্যে থেকে মুক্তি পেতে কেন্দ্রে হাত মিলিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে দেশের থেকে রাজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা অসাংবিধানিক ও সময় উপযোগী নয়।
রাজ্যপালের এই আক্রমণের জবাবে তাঁকে চার পাতার চিঠি পাঠান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পদের অপব্যবহার করছেন রাজ্যপাল। একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন তিনি। মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য প্রশাসন যখন লড়াই করছে, তখন রাজ্যকে হেয় করার চেষ্টা করছেন স্বয়ং রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর এই চারপাতা চিঠির চারপাতার জবাব দিয়েছেন জগদীপ ধনকড়।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version