Friday, August 22, 2025

মুখ্যমন্ত্রীর সুরেই প্রতিবাদী ডাক্তাররা, হঠকারী আচরণের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে

Date:

করোনা প্রতিরোধে একদিকে, রাজ্যকে অন্ধকারে রেখে বারবার গাইডলাইনের পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে করোনা কিটের অপ্রতুলতা এবং ব্যবহার অযোগ্য কিট সরবরাহ যে ভাইরাস প্রতিরোধ সমস্যাকে অনেকটাই বাড়াচ্ছে, তা বারবার দেখা যাচ্ছে। আর এই হঠকারিতার সমালোচনা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একযোগে অভিযোগ করছেন রাজ্যের বহু বিশিষ্ট চিকিৎসক।

চিকিৎসকরা বলছেন, লকডাউন চলাকালীন রাতারাতি রাজ্য সরকারগুলির সঙ্গে কোনোওরকম আলোচনা ছাড়াই বেশ কিছু দোকান বাজার খোলার অনুমতি দেওয়ায় সমস্যা আরও বেড়েছে। এখন আবার অন লাইনের রাস্তাও খুলে দেওয়া হয়েছে। দোকান খোলা থাকায় মানুষের ভিড় বাড়ছে আর সেখান থেকেই গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনার শুরু হচ্ছে। কোনও রাজ্যের হাতে এমন সংখ্যক পুলিশ নেই যারা রাজ্যের প্রতিটি এলাকায় মানুষের যাতায়াতের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে কেন্দ্রের এই ভূমিকাকে আদৌ যথাযথ এবং বৈজ্ঞানিক বলে মনে করছেন না চিকিৎসক দল। আর এই ক্ষোভের জায়গাটি সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যথার্থভাবেই বলেছেন, দোকান বাজার খোলা থাকলে মানুষ তো সেখানে যাবেনই। ফলে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের মুখোমুখি পড়তে হচ্ছে। কেন্দ্রের সিদ্ধান্তকে মেনে নিতে গিয়ে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রাজ্য সরকারকে।

দ্বিতীয়ত, কিটের অপ্রতুলতা। বারবার মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বলছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে অব্যবহারযোগ্য কিট, যেগুলি ফেরত দিতে হয়েছে। নতুন কিট আসার জন্য অপেক্ষা করতে হয়েছে। আর এর জন্য জলে গিয়েছে সময়।

তৃতীয়ত, লকডাউন শুরু হওয়ার আগে থেকেই কেন্দ্রের কাছে ১৪টি সরকারি বা বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য ল্যাবরেটরির অনুমতি চেয়েছিল রাজ্য। সেই অনুমতি পর্যায়ক্রমে এসেছে। ফলে পরীক্ষার আনুপাতিক হারও সেইভাবেই বেড়েছে। এই অনুমতি যদি প্রথম থেকেই পাওয়া যেত এবং তার কাঠামোগত সাহায্য করত কেন্দ্র, তাহলে কিন্তু রাজ্য পরীক্ষা বা টেস্টের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকত।

চতুর্থত, অন্য রাজ্যগুলির সঙ্গে তুলনা করলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে পরিসংখ্যান প্রমাণ করে দেবে রাজ্য কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে। আর এটা যে সামজিক দূরত্ব মেনে চলা বা লকডাউনকে মেনে চলার জেরেই হয়েছে, তা প্রমাণিত। কেন্দ্রীয় দলও অধিকাংশ এলাকাকে কার্যত সার্টিফিকেট দিয়েছেন। কিছু অভিযোগ তো থাকবেই।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ বা সমস্যার কথা সামনে এনেছেন সেটাকেই রাজ্যের বহু চিকিৎসকের মুখে। প্রশ্ন উঠেছে রাজ্যগুলিকে অন্ধকারে রেখে কেন্দ্র বারবার মূল সমস্যা থেকে সরে যাচ্ছে। আর তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বলে অভিযোগ করা হচ্ছে। মানুষ কিন্তু বুঝতে পারছেন, আসলে হাততালি আর প্রদীপ জ্বালানোর আড়ালে রাজনীতি করছেন কারা?

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version